টপিকঃ এক হলো রবি এবং এয়ারটেল
অবশেষে গত ১৬ নভেম্বর একসাথে মার্জ হয়ে গেলো রবি এবং এয়ারটেলের বাংলাদেশী কোম্পানী দুটো। গত বছর সেপ্টেম্বরে প্রসেস শুরু করার পরে গত আগস্টে হাইকোর্ট থেকে এপ্রুভাল পেয়েছে।
এই কয়েকদিন হয়তো টেকনিকাল জিনিসগুলা মার্জ করতে একটু টাইম লাগলো। ইতিমধ্যে দুইটার ওয়েবসাইটেও ইন্টারলিংকিং হয়ে গেছে।
কোম্পানী মার্জ হলেও ব্র্যান্ড সম্ববত দুইটাই থাকতেছে। তবে গ্রাহকরা এখন অননেট সুবিধাগুলো এখন আরও বেশি নাম্বারে পাবে। অফারগুলোও হয়তো ভবিষ্যতে এলাইন করবে।
গ্রামীণের পরে রবি হলো দ্বিতীয় অপারেটর যদের হাতে এখন দুইটা নাম্বার সিরিজ আছে। গ্রাহক সংখ্যার দিক থেকেও রবি এখন সম্ভবত দেশের দ্বিতীয় অপারেটর।
সিটিসেলের বন্ধ হয়ে যাওয়া, রবির মার্জিং মোটামুটি ঘটনাবহুল বছর! সিটিসেল যদিও আবার চলু হয়েছে আদালতের পর্মিশন নিয়ে, বাট একটা মোবাইল অপারেটর ২০ দিন বন্ধ থাকার পর তাকে গোনার মধ্যে ধরতে হবে বলে মনে হয় না।
টোটাল অপারেটর হয়ে গেলো ৪ টা এখন। দেখাযাক কিরকম হয় ভবিষ্যত!
মার্জিং উপলক্ষে করা এডঃ
পার্সোনাল অনুভূতি (মুন্নি সাহা ভার্সন)ঃ জীবনে একটা নাম্বার দিয়ে ৩ টা অপারেটরের সার্ভিস পেলাম নাম্বার পোর্টেবিলিটি ছাড়াই, মন্দ না!