টপিকঃ রোহিঙ্গা জাতির ইতিহাস পিডিএফ বই

গোলাম মাওলা , ভাবুক, সাপাহার, নওগাঁ

Re: রোহিঙ্গা জাতির ইতিহাস পিডিএফ বই

বাংলায় লিখতে পারিনা মুছতে পারি।

Re: রোহিঙ্গা জাতির ইতিহাস পিডিএফ বই

hello

Re: রোহিঙ্গা জাতির ইতিহাস পিডিএফ বই

সর্বশেষ সম্পাদনা করেছেন নিয়াজ মূর্শেদ (২২-১১-২০১৬ ১৯:২৫)

Re: রোহিঙ্গা জাতির ইতিহাস পিডিএফ বই

রোহিঙ্গারা যদি সংকর জাতি হয় তবে বাঙ্গালীরাও সংকর জাতি। বাঙ্গালীরা হচ্ছে ইন্দো-আরিয়ান ও দ্রাবিড়িয়ান জাতির এক সংকর প্রজাতি। বাঙ্গালী মুসলমানরাতো আরো সংকর জাতি। আফ্রিকান আরব, পার্শিয়ান, বাঙ্গালী মিলে সংকর জাতি বাংলাদেশি। রোহিঙ্গারা বাঙ্গালীই। রোহিঙ্গা নাম তাদের নিজেদের দেয়া। এরা চট্রগ্রামের আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে। এদের পূর্বপুরুষরা সব বাংলাদেশ থেকে মিয়ানমারে যায়। বার্মিজরা এদের বাঙ্গালী বা বাংলাদেশি বলে, রোহিঙ্গা বলে না। এরা দেখতে পুরোপুরি বাংলাদেশিদের মতো। রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিকত্ব দেয়া উচিত। তারা বাংলা আঞ্চলিক ভাষায় কথা বলে। বাংলাদেশে কত উপভাষা আছে। একটা উপভাষা না হয় বাড়লো। বার্মিজরা বর্নবাদী। তাদের কাছে দেখতে কালো, শরীর দূর্বল গড়নের, দেখতে বাংলাদেশিদের মতো মানে হচ্ছে রোহিঙ্গারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ভারত ও মিয়ানমারের নাগরিকেরা কেনো বাংলাদেশিদের মতো দেখতে সবাইকে অনুপ্রবেশকারী বলে সেটা ভাববার বিষয়। কিছুদিন আগে ভারতীয় মন্ত্রী বললো ২ কোটি বাংলাদেশি ভারতে থাকে। মায়ানমারতো রোহিঙ্গাদের বাংলাদেশি বলেই মনে করে। তাদের মুসলিম নাগরিক আছে কিন্তু রোহিঙ্গাদের তারা বাংলাদেশি মনে করে যেমন বিহারী মুসলিম যারা ক্যাম্পে থাকে তাদের আমরা বাংলাদেশি বলে স্বীকার করি না।

রোহিঙ্গারা বাঙ্গালী। এদের বাংলাদেশি নাগরিকত্ব দেয়া উচিত। কতইবা জনসংখ্যা বাড়বে। মিয়ানমারের নাগরিকরা জীবনেও রোহিঙ্গাদের মেনে নেবে না। এদের বাংলাদেশি হিসেবেই বেঁচে থাকতে হবে আজীবন। হয় বাংলাদেশে না হয় মিয়ানমারে। তাই তাদের বাংলাদেশেই বাংলাদেশি নাগরিক হয়েই থাকা ভালো।