টপিকঃ ডোনাল্ড ট্রাম্পই জয়ী
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সকল হিসাব-নিকাশ পাল্টে দিয়েছেন। তার শক্ত প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন ডেমোক্রেট প্রার্থী হিলারিকে বড় ব্যবধানে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এ যেন অপ্রত্যাশিত জয়লাভ। ট্রাম্পের জয়ে হতাশ স্বয়ং অনেক মার্কিনিরা।
ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত বলে ঘোষণা করার পর নিউইয়র্কের ম্যানহাটানে হিলটন হোটেলের সামনে উল্লাসে মত্ত হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। হিলারি ক্লিনটন পরাজয় মেনে নিয়েছেন বলে জানাচ্ছে গণমাধ্যম।
নির্বাচন পূর্ববর্তী মার্কিন গণমাধ্যমগুলোসহ সকল প্রতিষ্ঠানের জরিপের ফলাফলকে ভুল প্রমাণিত করে এই অপ্রত্যাশিত জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প।
প্রায় সব জনমত জরিপেই পুর্বাভাস দেওয়া হয়েছিল ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারিই হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পেই জিতে নিলেন দেশটির প্রেসিডেন্ট পদ। বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
প্রেসিডেন্ট হতে মোট ৫৩৮টির মধ্যে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোটের দরকার হয়।
সর্বশেষ তথ্যমতে, ২৮৮টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন ট্রাম্প; হিলারি পেয়েছেন ২১৫টি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প।
বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প আলাবামায় ৯, আরকানসাসে ৬, ফ্লোরিডায় ২৯, জর্জিয়ায় ১৬, আইডাহোতে ৪, ইন্ডিয়ানায় ১১, আইওয়াতে ৬, কানসাসে ৬, কেনটাকিতে ৮, লুইজিয়ানায় ৮, মিসিসিপিতে ৬, মিজৌরিতে ১০, মন্টানায় ৩, নেব্রাস্কায় ৫, নর্থ ক্যারোলাইনায় ১৫, নর্থ ডাকোটায় ৩, ওহাইওতে ১৮, ওকলাহোমায় ৭, সাউথ ক্যারোলাইনায় ৯, সাউথ ডাকোটায় ৩, টেনেসিতে ১১, টেক্সাসে ৩৮, ইউটাহতে ৬, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫ ও ওয়াইওমিংয়ে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
এএফপি জানায় যায়, হিলারি ক্যালিফোর্নিয়ায় ৫৫, কলোরাডোতে ৯, কানেটিকাটে ৭, ডেলাওয়ারে ৩, হাওয়াইতে ৪, ইলিনয়ে ২০, মেরিল্যান্ডে ১০, ম্যাসাচুসেটসে ১১, নিউজার্সিতে ১৪, নিউ মেক্সিকো ৫, নিউইয়র্কে ২৯, অরেগনে ৭, রোড আইল্যান্ডে ৪, ভারমন্টে ৩, ভার্জিনিয়ায় ১৩, ওয়াশিংটনে ১২ ও ওয়াশিংটন ডিসিতে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।