Re: সম্প্রতি কী মুভি দেখলেন?
রিভিউর জন্য ধন্যবাদ ব্রাসু ভাই!
কোন স্টার ছাড়া ৪ কোটি রুপি বাজেটের আঞ্চলিক ছবি যা মুক্তির আগেই অন-লাইনে লিক হবার পরেও যদি ১০০+ কোটি রুপি ব্যবসা করে বুঝতে হবে গল্পে দম আছে।
এধরনের ফিল্ম হিট হওয়ার জঘন্য একটা থিউরী দেই, প্রথমত দর্শক হয় জোড়ায় জোড়ায়... দ্বিগুন দর্শক। দেখে আসার পর.... মেয়ে: দারুন ছবি! (ভালবাসার জন্য ছেলের কোরবান হওয়া এর চেয়ে আবেদনময়ী আর কি আছে!)। ছেল: সহমত! দারুন ছবি!! (তিন ঘন্টা আর দুশ টাকা নস্ট করলাম। এখন একটা রং কমেন্ট করে ভাইবটা মাটি করার প্রশ্ন আসে না)। প্রথম জোড়ার কমেন্ট শোনার পর, আরোও দশ জোড়া... মেয়ে: এই ছবি দেখা আমার অধিকার! ছেলে: এই ছবি দেখানো আমার কর্তব্য!! ... এটা না দেখলে জীবনটাই মাটি..., এই ছবি না দেখালে ও আমাকে লাইকই করে না... !!!