৪১ সর্বশেষ সম্পাদনা করেছেন সিংঘাম (২৯-০৪-২০১৩ ২৩:২৬)

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

ভাই ফায়ারফক্স ভাই বললেন যে CA করে দেশে ১০লাক টাকা পাচ্ছেন। surprised surprised hairpull cryingতাহলে যদি CFA করতেন তাহলে কত পেতেন দেশে এবং বিদেশে?ভাল result এর স্টুডেন্ট যদি হয়?
৩০ বসর পর বলতে আমি জানতে চেয়েছি যে মানে এই পদে লোক height est কত পেতে পারে আর কি?
টপিক টা দারুন
আমার শুজগ ছিল.আশলেয় big_smile টাঁকার লোভে কিন্তু যে পরা কঠিন বললেন যে আমার মত mid-low -student er ki hobe? whats_the_matter dontsee

৪২

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

কোনো চাকুরীতে আপনি কেমন পাবেন তা আপনার কাজ এর উপর নির্ভর করে। তবে সিএ তে স্টার্টিং স্যালারী ৮০ হাজার থেকে ১ লাখ হবে মিনিমাম। তারপর বাকিটুকুন আপনার নিজের উপর নির্ভর করে।

৪৩

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

এস.এস.সি তে আমি মানবিক বিভাগে ছিলাম , এখন এইচ.এস.সি তে কমার্স নিয়েছি। আমি কি সি এ করতে পারবো ?

৪৪ সর্বশেষ সম্পাদনা করেছেন সেভারাস (২৮-০৬-২০১৩ ২১:১৭)

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

৪৫

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

“যে ব্যক্তি ক্ষুধার্তকে অন্নদান করে, আল্লাহপাক তাকে জান্নাতে ফল খাওয়াবেন। যে তৃষ্ণার্তকে পানি পান করায়, আল্লাহ তাকে জান্নাতে শরবত পান করাবেন। যে কোন দরিদ্রকে বস্ত্র দান করে আল্লাহপাক তাকে জান্নাতে পোষাক দান করবেন”। (তিরমিযী)

৪৬

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

সেভারাস ভাই, এই চরম আর্টিকেল লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খালি আর্টিকেলটা থেকেই না, আমি মন্তব্যগুলো পড়েও অনেক কিছু জানতে পেরেছি।

এখন ব্যাপারটা হচ্ছে থ্রেডে বারবার স্বীকার করা হচ্ছে যে বাইরে যাওয়ার অ্যামবিশন থাকলে সিএ এর চেয়ে অন্য প্রফেশনাল ডিগ্রিগুলো ভালো। কিন্তু সিএ পাশ করে ইংল্যান্ড গিয়ে প্র্যাকটিস করা খুব কঠিন নয়। কেবল শেষ লেভেলের পরীক্ষাটা দিতে হয় যা ব্রিটিশ কাউন্সিল এর মাধ্যমে দেয়া যায়।

কিন্তু কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য ডেভেলপড দেশগুলোতে এরকম কোন সুযোগ আছে কি?

এবং আপনার জানা মতে এমন কেউ কি আছেন যিনি সিএ করে আমেরিকান সিপিএ করেছেন?

তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়?

৪৭

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

দারুন তথ্য দিলেন।

জানতে চাই অনেক কিছু

৪৮ সর্বশেষ সম্পাদনা করেছেন Hitler (২৬-০৯-২০১৩ ২৩:১০)

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

৪৯

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

৫০

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

আচ্ছা আমার সিএ/এসিসিএ বা এরকম  কোর্স করার ইচ্ছা আছে। কিন্তু আমি এখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি(অনার্স )১ম বর্ষ পরীক্ষা দিলাম। পরীক্ষায় আমার এসএসসি এইচএসসি দু মিলে পয়েন্টে আছে (৩.৬৯+২.৯০=৬.৫৯) । এখন কি??? করা যায় জানতে চাই

৫১

Re: চার্টার্ড একাউন্টেন্টসি

বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং চার্টার্ড একাউন্টেন্ট এর মধ্যে কোনটা তে কম সময়ের মধ্যে টাকা আয় করা যাবে?