Re: প্রোগ্রামারদের আড্ডা!
সদস্য_১ লিখেছেন:ভিজুয়াল স্টুডিও কোড
রিলিজ হয়েছে এক বছর হয়ে গেল, আজ মাত্র চেখে দেখলাম। চমৎকার ওয়েবস্ট্রম অল্টারনেটিভ! ওয়েবস্ট্রম নিপাত যাক!!ওয়েবস্টর্ম একটা ফুল ফ্লেজড আইডিই, আর ভিএসকোড গ্লোরিফাইড কোড এডিটর। দু'টোর মধ্যে তুলনা বাইসাইকল আর মোটরকারের মধ্যে পার্থক্য করার সমান। বরং কোডের সাথে এ্যাটম/ব্র্যাকেট কিংবা সাবলাইমের তুলনা করতে পারেন।
মনে হয় এটা প্রয়োজনীয়তা আর পছন্দের ব্যাপার...। আমার কাছে কোড এডিটর আর সেকেন্ড ক্লাস আইডিইর মধ্যে মোটা দাগে পার্থক্য হল কোড অটোকম্প্লিট/সাজেশন এবং লাইভ রানার/ডিবাগার। দুক্ষেত্রেই ভিএসকোডকে ওয়েবস্ট্রমের জমজ বোন মনে হল (অন্তত নোডজেএস এর জন্য)। ওয়েবস্ট্রমের রিডিকুলাস প্রাইসট্যাগ...