এখানে ৫০ ডিজিটের ১০০ টি নাম্বার দেয়া আছে। এগুলির যোগফল বের করতে হবে। উত্তরটা হবে যোগফলের প্রথম দশটি ডিজিট (হিন্টসঃ যোগফল ৫২ ডিজিটের হবে)
অনেকভাবে করা যায়। পুরো নাম্বারটিকে একটা ফাইলে রাখুন। ধরুন, ফাইলটা হলো গিয়ে, ১০০নাম্বার.টেক্সট। ঐ ফাইল থেকে এবার নাম্বারগুলো পড়ে একটি চলক (ধরা যাক, লারজনাম্বার) -এ রাখুন। এবার সবগুলির যোগফল বের করুন। প্রথম দশ ডিজিট উত্তরে বসান।
আরেকটা উপায়। পুরো নাম্বারটিকে একটি অ্যারে -তে নিয়ে নিন। এবার অ্যারে মেম্বারদের যোগফল নিন। প্রথম দশ ডিজিট উত্তরে বসান।
কিছু বাধা অ-পেরোনোই থাক
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।