টপিকঃ ডিজিটালের স্বপ্নপূরণে স্মার্ট বাস

আকাশ কুসুম স্বপ্ন দেখে কল্পনার রাজ্যে ভেসে বেড়ালে কখনও সাফল্য আসে না। স্বপ্ন পূরণে প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্যে নিরলসভাবে কাজ করা। আর এই কাজটাই নিরলসভাবে করে চলেছে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা বর্তমান গণতান্ত্রিক সরকার। এই সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেই ক্ষান্ত হয়নি, নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে এই স্বপ্ন বাস্তবায়নে। এরই ধারাবাহিকতায়  ‘টেকসই নারী উন্নয়নে আইসিটি’ স্লোগানে স্মার্ট বাসের উদ্বোধন করা হয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ এর উদ্বোধনী আয়োজনে। অত্যাধুনিক ক্লাসরুমের সুবিধা সম্পন্ন এই ধরণের  ৪টি বাস গতকাল (বুধবার) রাজধানী ঢাকা প্রদক্ষিণ করেছে। আগামীতে প্রত্যন্ত অঞ্চলের নারীদের তথ্যপ্রযুক্তি শিক্ষার সহায়ক এই স্মার্ট বাস ঘুরবে সারা দেশে। সাউন্ড প্রুফ ও এয়ারকন্ডিশন ব্যবস্থা সংবলিত বিশেষ এই বাসগুলোতে প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য একটি ল্যাপটপ, বড় এলইডি স্ক্রিন, সাউন্ড সিস্টেম, ওয়াইফাই ইন্টারনেট, নির্দিষ্ট প্রশিক্ষণ সামগ্রী, প্রশিক্ষণ সফটওয়্যার ও সার্বক্ষণিক জেনারেটরের ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের আওতায় ছয়টি বাসের মাধ্যমে দেশের ৬৪টি জেলার ২ লাখ ৪০ হাজার তরুণী ও মেধাবী নারীদের তথ্যপ্রযুক্তির মৌলিক প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি বাসে রয়েছে একসঙ্গে ২৫ জনের প্রশিক্ষণের ব্যবস্থা। স্থানীয় প্রশিক্ষণার্থীর সংখ্যা ও চাহিদার ওপর ভিত্তি করে প্রতিটি স্থানে এক বা দুই দিনের জন্য অবস্থান করে বাসগুলো পরিকল্পিতভাবে  নির্দিষ্ট রুটে চলাচল করে বছরে ৪০ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম চালাবে। প্রশিক্ষণ শেষে ঐ এলাকার তরুণ শিক্ষার্থীদের মাঝে তথ্যপ্রযুক্তি সচেতনতা বৃদ্ধিতে বাসগুলো নিয়ে রোড শো করা হবে। এই প্রকল্পে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ, মোবাইল ফোন অপারেটর রবি ও বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড প্রত্যেকের দুটি করে বাস থাকছে। তথ্যপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাসগুলোর রক্ষণাবেক্ষণে দায়িত্বে থাকবে রবি ও হুয়াওয়ে।প্রাথমিকভাবে   তিন বছর মেয়াদের এ ধরণের বাস্তব ভিত্তিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই পূরণ হবে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন – গড়ে উঠবে আমাদের সমৃদ্ধ আগামী।

সর্বশেষ সম্পাদনা করেছেন রুপকথা (২১-১০-২০১৬ ১১:৩৩)

Re: ডিজিটালের স্বপ্নপূরণে স্মার্ট বাস

big_smile big_smile big_smile স্মার্ট ফোন মানে তো টাচ স্কিন, স্মার্ট বাস মানে কি এটাকে ধাক্কা দিয়ে দিয়ে চালাতে হবে?