সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১২-১০-২০১৬ ১৩:২০)

টপিকঃ ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

একখানা ল্যাপটপ কেনা দরকার। আগেরটি বহাল তবিয়তে থাকলেও সেটা বাসা থেকে বের করতে পারিনা -- কারণ বাসায় ঐ একটাই কম্পিউটার সচল; কাজেই ফেসবুক আর ইউটিউব গ্রাহকগণের (স্ত্রী-কন্যা) কথা খেয়াল রাখতে হয়। এখন ল্যাপটপের জন্য সাহায্য চাইছি কারণ বর্তমান ল্যাপটপে কয়েকটি জিনিষ মিস করছি - পরেরটায় সেটা যেন না হয়, সেজন্য। যা চাই:

১। ভিজিএ পোর্ট থাকতে হবে। এখনকারটাতে (Dell Inspiron 3442, 14", i3, with graphics ) শুধু HDMI পোর্ট আছে ফলে প্রায় কোথাওই প্রেজেন্টেশন দিতে পারি না এটা দিয়ে -- এমনকি HDMI টু VGA সিগনাল কনভার্টারসহ কেবল নিয়েও লাভ হয়নি। এটা এই ল্যাপটপের দোষ না .... সমস্যা হল, প্রায় সবজায়গাতেই প্রজেক্টর এই রেজুলুশন সাপোর্ট করতে পারে না। তাই নাম কাটা পড়া টেকনোলজি: VGA পোর্টই লাগবে।

২। কিবোর্ডে নাম্বার-প্যাড থাকতে হবে। অর্থাৎ সম্ভবত ১৪" ডিসপ্লে দিয়ে হবে না, ১৫.৬" ডিসপ্লেওয়ালা ল্যাপটপ নিতে হবে। ভিজিএ পোর্ট আছে কি না সেটা স্পেসিফিকেশনে লেখা থাকলেও কীবোর্ডে নাম্বারপ্যাড আছে কি না সেটা লেখা থাকে না। আবার ডিসপ্লে বড় হলেও যে নাম্বারপ্যাড সহ কী-বোর্ড হয় তা নয়। তাই শুধু ডিসপ্লে বড় হলেই সিলেক্ট করা যাবে না -- কী-বোর্ডের বিষয়টা নিশ্চিত করতে হবে।

৩। ওয়াই-ফাই সাপোর্ট থাকতে হবে। ইদানিং অবশ্য এটা ছাড়া ল্যাপি হয় বলে দেখি নাই।

৪। মোটামুটি ভাল প্রসেসর মডেল -- যাতে অন্ততপক্ষে আগামী ৪ বছরে আপগ্রেড করতেই হবে মনে না হয়, আর দরকারী সফটওয়্যারগুলো স্মুথলি চলে (ক্যাড, থ্রিডি মডেলিং, সিমুলেশন মডেল, জিআইএস, প্রোগ্রামিং, ফটো এডিটিং, অফিস ইত্যাদি)। আমি জানি কোর আই ৩এর চেয়ে ৫ ভাল, ৭ আরও ভাল পারফর্ম করে --- কিন্তু প্রতিটা আপগ্রেডে অন্তত ১০ হাজার টাকা করে দাম বাড়বে। আগের ল্যাপিতে কোরআই ৩, ৪র্থ জেনেরেশন। কাজেই এটাতে একটু আপগ্রেড হলে ভাল হয়। কোর আই ৫ - ৬ষ্ঠ জেনারেশন হলে মন্দ হয় না। তবে পারফর্মেন্সের জন্য দরকার হলে বেশি খরচ করতে রাজি আছি।

এর পরের বিষয়গুলো অপশনাল। হলে ভাল, না হলেও খুব একটা সমস্যা নাই ....

৫। ড়্যাম ৪ জিবি। বেশি হলে আরও ভাল। হার্ডডিস্ক ৫০০ জিবি হলেও কোনো সমস্যা নাই।

৬। ডেডিকেটেড গ্রাফিক্স থাকলে ভাল হয়। না থাকলেও সমস্যা নাই। গেমিংএর টাইম এবং অভ্যাস নাই। মধ্যম বাজেটে যে কার্ডগুলো দেয় সেগুলোর রেটিং বিল্ট-ইনের চেয়ে আহামরি কিছু ভাল না। বর্তমান ল্যাপিতে নিম্ন-মধ্যমানের ২জিবি গ্রাফিক্স কার্ড আছে (সম্ভবত NVIDIA GT820M)। ব্লেন্ডার থ্রিডি চালানোর সময় দেখেছি, গ্রাফিক্স কার্ড চালু রাখলে ডিফল্ট ট্রান্সপারেন্সির একটা ব্যাপার ঘটে। এই ল্যাপটপে ৯৯% সময়েই গ্রাফিক্স কার্ড চালাই না -- কারণ ওটা চালালে ল্যাপি হেভি গরম হয়, ব্যাটারি দ্রুত ড্রেইন হয়।

৭। ডিভিডি রাইটার/রিডার না থাকলে বেশি খুশি হব। শুধু শুধু অতিরিক্ত ওজন বহন, অথচ গত দুই বছরে একবারও কোনো সিডি/ডিভিডি চালানোর প্রয়োজন হয়নি। দরকার হলে অফিস বা অন্য ডেস্কটপ থেকে সেটা করে নেয়া যাবে।

৮। অপারেটিং সিস্টেম = ফ্রী ডস / লিনাক্স।

৯। USB পোর্ট ২টা'র চেয়ে বেশি হলে ভাল হয়। ওয়েবক্যাম তেমন একটা ব্যবহার হয় না। তবে অপশন থাকলে ভিজিএ'র বদলে HD চাই smile

আমি নিজেও অনলাইনে অনেক খোঁজাখুজি করেছি। মোটামুটি ভাবে কয়েকটা শর্তাবলী ম্যাচ করেছে, তারপরেও মনে হল একটু অন্যদের অভিজ্ঞতা ধার নিলে মন্দ হয় না। কারণ কোনো ব্র্যান্ড বা স্পেসিফিক আইটেমে কারও খারাপ অভিজ্ঞতা থাকতে পারে --- যেমন আমার আরো আগের HP প্যাভিলিয়নের মনিটরে ঝামেলা - দুই বার ঠিক করানোর পরেও সেই ঝামেলা ফেরত এসেছে। পরিচিত ছাত্রেরও HP'র মনিটরে ঝামেলা -- তাই HP ডরাই। যেগুলো একটু চাহিদার সাথে ম্যাচ করেছে সেগুলো নিচে দিলাম:

Dell Vostro N3559 -- i5 6th gen with graphics,15.6" -- দাম সহনশীল মাত্রায় আছে। তবে সব ভেন্ডরের কাছে সেইম মডেলে VGA পোর্ট নাই। কম্পিউটারসোর্সের ওয়েবপেজে VGA আছে দেখাচ্ছে -- কিন্তু অন্যদেরটায় নাই।

ASUS X541UV-6198DU Core i5 6th Gen,15.6" -- দাম সুবিধাজনক, তবে আসুস ব্যবহারকারীদের ফীডব্যাক জানতে চাই।

পরামর্শ দিয়ে সাহায্য করুন।

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

আপনার বাজেট কত, সেটাই তো বলেন নাই!

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

রিকুয়েরমেন্ট অনুযায়ী Lenovo 310 15" ই বেষ্ট ম্যাচ মনে হচ্ছে। সুন্দর ল্যাপটপ... প্রায় পাচ পাউন্ড ওজন এই যা!  worried  ল্যানেভো সেই আগের ল্যানেভো নাই... তারপরেও ডেল টেলের চেয়ে অনেক ভাল।

১০

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

১১

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

১৩

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

hard to hate but tough to love

১৪ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৪-১০-২০১৬ ২৩:৩২)

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৫

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

clap

সাকুল্যে কত পরল?

১৬ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৫-১০-২০১৬ ০০:৪৩)

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (১৫-১০-২০১৬ ০২:১১)

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

১৮

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

প্রশ্নটা করেই ফেলি ...... মাখাএন
গেমের জন্য কি নাম্বারপ্যাডের দরকার?? এতে সুবিধা কি??

১৯

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী

২০

Re: ল্যাপটপের মডেল সিলেকশনে সাহায্য প্রার্থী