টপিকঃ ওজন বাড়ানো এখন হাতের মুঠোয়।
পিউটন,আমলকি প্লাস,এমিটন প্লাস এই ধরনের ওষুধ খেলে নাকি খাবারের প্রতি চাহিদা খুব বেড়ে যায় এবং প্রমানিত। আমাদের এখানে ২জন ৩ফাইল করে খেয়ে তাদের শরীরের অবস্থ্যা অনেক ভাল এখন।
এখন আমার ওজন বাড়ছে জন্য একটা পোলা বলে বেড়াচ্ছে আমিও নাকি সেই পিউটন খেয়ে আমার সাস্থ্য ভাল। আমি তাদের একটা কথাই বলছি আমাদের বাড়ী থেকে যদি এই ধরনের ওষুধ এর বোতল খুজে পাস আমি তোদের ১লাখ টাকা পুরষ্কার দিব। মানে কি ওরা ওই ওষুধ খেয়ে মোটা হইছে জন্য মনে করে আমিও খাইছি। আমার ওজন আগে ৫৩কেজি ছিল তো রোজার ভিতর ওজন মেপে দেখি ৬০কেজি তারপর কুরবানির ঈদের ২দিন আগে মেপে দেখি ৬৫কেজি ৫০০গ্রাম আমার ওজন। ওজন যখন বাড়া শুরু করে তখন হর হর করে বাড়ে। গায়ে গতরে ওজন বাড়ুক তাতে সমস্যা নাই কিন্তু পেটে চর্বি লেগে যাচ্ছে আমার।
কিন্তু আমি একটা জীনিস বুঝতে পারলাম না আমি ১বছর ধরে ওজন বাড়ানোর চেষ্টা করে এখন ওজন বাড়াতে সক্ষম হয়েছি আর মাত্র ৩ফাইল ওষুধ ২মাস খেয়েই মোটা হয়ে যাচ্ছে এতে কি কোন ক্ষতি টুতি হওয়ার চান্স আছে? আমার ২মাসে মাত্র ওজন বাড়ছে ৫কেজি তাও প্রচুর খাওয়া দাওয়া + ৮ঘন্টার বেশী ঘুম দেওয়ার পরে। আর ওরা ২মাস ওষুধ খেয়েই মোটা হয়ে যাচ্ছে। এইটা কীভাবে সম্ভব আর ওই ওজন কি ধরে থাকবে?