সর্বশেষ সম্পাদনা করেছেন ইলিয়াস (০৪-১০-২০১৬ ০৯:০৩)

টপিকঃ কেমন আছেন মোস্তাফিজ

লন্ডনের কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে পরশু অস্ত্রোপচারের ঘণ্টা দুয়েক পরই বেডে নিয়ে যাওয়া হয় মুস্তাফিজুর রহমানকে।

শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেসের সফল ‘টেলিস্কোপ সার্জারি’র পর কালই হাসপাতাল ছাড়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু অস্ত্রোপচারের পর ব্যথা যতটা কমার কথা ছিল, সেটি না কমায় কালও তাকে হাসপাতালে থাকতে হয়েছে। হাসপাতাল ছাড়তে পারেন শনিবার।

স্থানীয় সময় কাল ভোর চারটার দিকে হঠাৎই বেশ ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। জরুরি বিভাগের চিকিৎসক এসে দেখে যান তাকে। কয়েক ঘণ্টা পর চিকিৎসক ওয়ালেস এসে মুস্তাফিজকে দেখার পর তার ব্যথা কমেছে।

শনিবার সকালে মুস্তাফিজের অবস্থা দেখেই ওয়ালেস তাকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেবেন। লন্ডনে থাকা বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন,

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: কেমন আছেন মোস্তাফিজ

মোস্তাফিজ না থাকলে দলে পূর্ণতা আসে না। দোয়া করি আল্লাহ মোস্তাফিজকে সুস্থ করে দেয়।

Re: কেমন আছেন মোস্তাফিজ

এখন কেমন আছে মোস্তাফিজ রহমান

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (১১-১০-২০১৬ ২২:০০)

Re: কেমন আছেন মোস্তাফিজ

Re: কেমন আছেন মোস্তাফিজ

মোস্তাফিজ না থাকলে দলে পূর্ণতা আসে না। এটা শুধু বাংলাদেশ টিমের জন্য না আইপিএল ও তাই  dancing

Re: কেমন আছেন মোস্তাফিজ

দিনটা বেশ একটা ভালো যাচ্ছে না মুস্তাফিজ। শেষ কয়েক ম্যাচে ওইকেটের সংখ্যা বেশ নগন্ন। হারানো সেই বলের ধাঁর যেন ফিরেই পাচ্ছে না মুস্তাফিজ