টপিকঃ ফ্রি Domain Name ব্যবহার করুন।
আমরা অনেকেই আমাদের ওয়েব সাইটের এর জন্য অনেক লম্বা sub domain ব্যবহার করে থাকি। কিন্তু ইচ্ছে করলেই আপনি একটি .co.cc Domain ফ্রি পেতে পারেন। লিংঙ্ক co.cc
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ফ্রি Domain Name ব্যবহার করুন।
আমরা অনেকেই আমাদের ওয়েব সাইটের এর জন্য অনেক লম্বা sub domain ব্যবহার করে থাকি। কিন্তু ইচ্ছে করলেই আপনি একটি .co.cc Domain ফ্রি পেতে পারেন। লিংঙ্ক co.cc
ভাল,
আমারটা এখানে http://www.mehdiakram.co.cc
আমরা অনেকেই আমাদের ওয়েব সাইটের এর জন্য অনেক লম্বা sub domain ব্যবহার করে থাকি। কিন্তু আমরা ইচ্ছে করলেই একটি Domain Name পেতে পারি। .co.cc তে Domain ফ্রি পেতে পারেন। লিংঙ্ক http://www.co.cc/?id=137573
ভাই আপনি নিজের পরিচয় না দিলে এটাকে স্প্যাম হিসেবে গন্য করা হবে। তাই দ্রুত অভ্যর্থনা কক্ষে নিজের পরিচয় দিন।(y)
ভাই আপনি নিজের পরিচয় না দিলে এটাকে স্প্যাম হিসেবে গন্য করা হবে। তাই দ্রুত অভ্যর্থনা কক্ষে নিজের পরিচয় দিন।(y)
নাম সালেহ, পড়েন সমাজবিজ্ঞানে
চিন্তা করছি আমার সাইট এর জন্য এখান থেকে ডোমেইন নিবো কি না:-?
আমার ফটোঅঙ্গন টা ওই খান থেকে নেয়া অনেক আগে। তবে বেশ ভাল।(y)
ডোমেইন নিলে হোস্টিং করব কোথায় এবং কিভাবে??
ডোমেইন নিলে হোস্টিং করব কোথায় এবং কিভাবে??
আপনি ইচ্ছা করলে https://order.runhosting.com/signup.htm … 3JXw%3D%3D থেকে ফ্রি হোস্টিং নিতে পারেন।
১৫০ মেগা বাইট জায়গা পাবেন।
৪ গিগা ডাটা ট্রান্সফার রেট।
১ মাইএসকিউএল ডাটাবেজ।
২ টি Domain host করতে পারবেন।
২ টি ইমেইল ঠিকানা পাবেন।
Ads free hosting
ভাই কাম হয় না। সাইটে ঢুকা যাচ্ছেনা।
ভাই কাম হয় না। সাইটে ঢুকা যাচ্ছেনা।
ভাই আমি এখন ক্লিক করে দেখলাম সাইটে ত ঢুকা যাচ্ছে। ভাল করে লিংকে ক্লিক দিন।
ভাল করে লিংকে ক্লিক দিন।
ক্লিক তো ক্লিকই। ভাল করে কিভাবে ক্লিক করে? নেট একটু স্লো আছে। মনে হয় এইজন্য ঢুকতে পারছিনা।
Freehostia.com ব্যবহার করে দেখতে পারেন। কোন এড নাই। ২৫০ মেগা স্পেস। ১টা ডাটাব্যাস, পিএইচপি সাপোর্ট, ১টি এফটিপি। আরো অনেক প্রোগ্রাম আছে যার জন্য অভিজ্ঞতার দরকার নাই।
আমার কাছে www.byethost.com বেশ ভাল মনে হয়েছে
আমার কাছে www.byethost.com বেশ ভাল মনে হয়েছে
ভাই একটা সমস্যা হচ্ছে এইটা ব্যবহার করতে গিয়ে। আমি একটা ব্লগ বানাতে চাই এখানে। তাই আমি ইন্সটল করার জন্য Wordpress-এ স্ক্রিপ্ট ইন্সটলার দিয়ে বসালাম। কিন্তু আমি এখন ডাটাবেইস দিয়ে ফাইনাল ইন্সটলটা করতে পারছি না। আমি ডাটাবেইস বানিয়েছি কিন্তু সেটাকে দিয়ে ব্লগে কাজ করাতে পারছি না। পারলে এই ব্যপারটাতে কিছু বলবেন।
ধন্যবাদ
কোন ধরনের সমস্যা তো হওয়ার কথা না। আমিও তো ওখানে ওয়ার্ডপ্রেস সেটাপ করেছি। কোন সমস্যা তো হয় নি।
ডাটাবেস সেটাপ দিতে গেলে হয়তো MySQL Hostname এ সমস্যা হতে পারে। এড্রেস টা একটু চেক করে দেখবেন
আমরা অনেকেই আমাদের ওয়েব সাইটের এর জন্য অনেক লম্বা sub domain ব্যবহার করে থাকি। কিন্তু ইচ্ছে করলেই আপনি একটি .co.cc Domain ফ্রি পেতে পারেন। লিংঙ্ক co.cc
ওখানে একাউন্ট তৈরি করতে যে দশ ডলার ডুনেশান চাচ্ছে ওরা। ফ্রী পাওয়ার কি কোন উপায় আছে ?
ওখানে একাউন্ট তৈরি করতে যে দশ ডলার ডুনেশান চাচ্ছে ওরা। ফ্রী পাওয়ার কি কোন উপায় আছে ?
আপনি শুধু নামটা একটু পরিবর্তন করে দেন। যদি আবার চায় তাহলে আবার পরিবর্তন করুন। তাহলে আপনি ফ্রি পেয়ে যাবেন।
ভাই এটাতে একটু মনে হয় সময় নেয় লোড হতে। আমি bytehost থেকে এটা বানিয়েছিলাম কিন্তু এখন দেখি আমার রেগুলার সাইটাতে যেতে যেই সময় নেয়, তার চেয়ে বেশি সময় নেয় এখানে।
ভাই এটাতে একটু মনে হয় সময় নেয় লোড হতে। আমি bytehost থেকে এটা বানিয়েছিলাম কিন্তু এখন দেখি আমার রেগুলার সাইটাতে যেতে যেই সময় নেয়, তার চেয়ে বেশি সময় নেয় এখানে।
ভাই বুঝলাম না আপনি কি বুঝাতে চেয়েছেন। কি লোড হতে সময় নেয়। আর আপনি bytehost থেকে কি বানিয়ে ছিলেন? দয়া করে বুঝিয়ে দিবেন।
ভাই বুঝলাম না আপনি কি বুঝাতে চেয়েছেন। কি লোড হতে সময় নেয়। আর আপনি bytehost থেকে কি বানিয়ে ছিলেন? দয়া করে বুঝিয়ে দিবেন।
co.cc সময় নেয় লোড হতে। আর আমার সাইট byethost-এর। সেটাতে যদি আমি সরাসরি যাই, তাহলে আবার সমস্যা হয় না। কিন্তু co.cc দিয়ে গেলে একটু এক্সট্রা সময় নেয়। (মনে হয় সেটা রিডাইরেক্টের জন্য।)
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ফ্রি Domain Name ব্যবহার করুন।
০.০৮০৯০১৮৬১১৯০৭৯৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.৪৯২২৩০১৩৭৮৯১ টি কোয়েরী চলেছে