টপিকঃ আমার করা ক্যারিকেচার
এই ক্যারিকেচারগুলো প্রায় দের বছর আগে করা... কি মনে হলো তাই আজকে ফোরামে শেয়ার করছি
ভদ্রলোকটিকে কেউ চিনতে পারেন কি ?
অথবা একে চেনা যায়
আর মানে ইয়ে এইটা অবশ্য স্বয়ং আমি :p
জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিলো আমার কার্টুনিস্ট হওয়া তবে এককালে আঁকাআঁকি করলেও প্রায় বিগত ৮/৯ বছর যাবত আমি এক অর্থে কলম পেন্সিল হাতে ধরিই নাই আমার নিজের সাইন এখন মিলাতে পারি না
কম্পিউটারে পুরো অভ্যস্ত হয়ে গেছি... এই ক্যারিকেচারগুলো এডোবি ফটোশপে করা হয়েছে। এগুলোকে ডিজিটাল ড্রয়িংস বলা যেতে পারে। যদিও আমি ম্যানিপুলেটেড ক্যারিকেচার বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবো।
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন