টপিকঃ ইউজার নেম পরিবর্তনের সিস্টেম কি?
ইউজার নেম পরিবর্তনের সিস্টেম কি? প্রোফাইল ছবি পরিবর্তন করেছি কিন্তু প্রোফাইলে দেখাচ্ছেনা ।কি করবো?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » ইউজার নেম পরিবর্তনের সিস্টেম কি?
ইউজার নেম পরিবর্তনের সিস্টেম কি? প্রোফাইল ছবি পরিবর্তন করেছি কিন্তু প্রোফাইলে দেখাচ্ছেনা ।কি করবো?
ইউজার নেম পরিবর্তনের সিস্টেম কি?
বাংলা ইউজার নেম পরিবর্তন করার কোন অপশন নেই।
প্রোফাইল ছবি পরিবর্তন করেছি কিন্তু প্রোফাইলে দেখাচ্ছেনা ।
আমি কিন্তু আপনার নতুন প্রোপিক দেখতে পাচ্ছি, (যে ছবিতে একটি বাচ্চা মেয়ের হাতো কোরআন বুঝানো হয়েছে)।
ইউজার নেম পরিবর্তনের সিস্টেম কি? প্রোফাইল ছবি পরিবর্তন করেছি কিন্তু প্রোফাইলে দেখাচ্ছেনা ।কি করবো?
ইউজারনেম সংক্রান্ত নিয়মাবলী:
১) কোন ইউজার যদি তার ইউজারনেম ব্যবহার করে লগিন করতে সমস্যায় পড়ে শুধুমাত্র সেক্ষেত্রেই তার নাম পরিবর্তন করা যেতে পারে। স্বাভাবিক অবস্থায় নাম পরিবর্তন করা যাবে না।
২) বিশেষ ক্ষেত্রে নাম পরিবর্তন করলেও পাশাপাশি কোন নামে পরিবর্তন করতে হবে যাতে সহজেই চিহ্নিত করা যায়। যেমন বিপ্র থেকে বিপ্রতীপ।
৩) ইংরেজি থেকে বাংলাতে রূপান্তরের ক্ষেত্রে অবশ্য এ বিষয়ে ছাড় থাকবে। তবে একবার বাংলায় রুপান্তরের পর ১-২ এর বিষয়টি কার্যকর হবে।
প্রোফাইল পিকচার সম্ভবত ক্যাশিং এর কারনে আপনার ব্রাউজারে আপডেট হয় নি। ক্রোম ইউজার হয়ে থাকলে CTRL+SHIFT+R ( Command+SHIFT+R in Mac)
ফায়ারফক্স ইউজার হয়ে থাকলে কেমনে হার্ড রিলোড করে ভুলে গেছি!
সোজা কথায়, ক্যাশ ক্লিয়ার করে ট্রাই করুন।
ইংরেজি থেকে বাংলাতে রূপান্তরের ক্ষেত্রে অবশ্য এ বিষয়ে ছাড় থাকবে। তবে একবার বাংলায় রুপান্তরের পর ১-২ এর বিষয়টি কার্যকর হবে।
আমি বাংলা থেকে ইংরেজী করতে চাচ্ছি যাতে সহজে লগইন করতে পারি। নাম একই থাকবে।কোন সুযোগ আছে কি?
কোন সুযোগ আছে কি?
নাহ, একবার বাংলাতে নাম নেয়ার পরে আর পরিবর্তন করার অফিশিয়াল কোন অনুমতি নেই। দুঃখিত।
মূলত, ২০০৭ এর দিকে, অনেকেই ইংরেজী নিক নিয়ে শুরু করতো, পরে বাংলাতে আসতে চাইতো, সেই কারনেই ওই রুলস গুলো করা হয়েছিল। পরবর্তীতে বাংলা সহজলভ্য হওয়ায় নাম পরিবর্তন জনিত সমস্যা না থাকায় এবং ফোরামে ইউজার আইডেন্টিফাই করার কথা মাথায় রেখে এই রুলস গুলো স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়।
আপনি কেবলমাত্র ইংরেজী থেকে বাংলায় একবার নাম পরিবর্তন করতে পারবেন, বাংলা থেকে ইংরেজীতে যাওয়ার কোন ধরনের সুবিধা দেয়া নাই ।
শুধু যদি লগিন সমস্যার কারণে ইউজার নেম পরিবর্তন করতে চান, আমি বলবো লগিন করার বিকল্প উপায় গুলো আগে ট্রাই করে দেখতে।
বিকল্প ভাবে আপনি আপনার ইউজার আইডি অথবা যে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন তা দিয়ে লগিন করতে পারেন। আপনার ইউজার আইডি হচ্ছে 17876 । এবং পাসওয়ার্ড আগে যা ছিলো সেটাই উভয় ক্ষেত্রে ব্যবহারযোগ্য। ইউজার আইডি পাবেন কোনো ইউজারের প্রোফাইলের লিঙ্ক থেকে - http://forum.projanmo.com/userXXXXX.html, এখানে XXXXX যে সংখ্যা গুলো, সেটাই ওই ইউজারের আইডি।
ফায়ারফক্স ইউজার হয়ে থাকলে কেমনে হার্ড রিলোড করে ভুলে গেছি!
CTRL + F5
আমার নামটি 'মু. মিজানুর রহমান মিজান' হিসেবে দেখতে চাই যেহেতু আমি পত্র-পত্রিকা ও ব্লগে এই নামটি ব্যবহার করে থাকি। এজন্য কী করতে হবে?
ইউজার নাম চেঞ্জ করতে করতে চাচ্ছি। ২০১১ তে ID খুলেছি কিন্তু ইউজার নাম এখন ভাল লাগছে না। আমার নামটা (শেখ ফাহাদ বা এস কে ফাহাদ) হলে ভাল হতো। আপনারা আমার নামের উপর যে কোনো একটা ইউজার নাম দিয়ে দিতে পারেন। প্লিজ ভাইয়ারা.....
প্রজন্ম ফোরাম » প্রজন্ম বিষয়ক পরামর্শ-সমস্যা-সমাধান » ইউজার নেম পরিবর্তনের সিস্টেম কি?
০.০৪৬৬৯৯০৪৭০৮৮৬২৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.০২১০০৫৬০৫৭৫৯ টি কোয়েরী চলেছে