টপিকঃ নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক লাঞ্চনা সেলিম ওসমানের কোনো সম্পৃক্ততা নেই!
নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক লাঞ্চনা সেলিম ওসমানের কোনো সম্পৃক্ততা নেই!
শীর্ষ নিউজ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ বস করানোর ঘটনায় নির্দেশদাতা হিসেবে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের কোনো সম্পৃক্ততা পায়নি পুলিশ।
এ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার আদালতে এক প্রতিবেদন দাখিল করেছে। সেই প্রতিবেদনে এমনটিই উল্লেখ রয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।