টপিকঃ মালদ্বীপের গলফ কোর্সে সাকিবের সেলফি
মালদ্বীপের গলফ কোর্সে সাকিবের সেলফি
Pacificnews
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে এসে পরিবার নিয়ে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অল রাউন্ডার সাকিব আল হাসান। সেখানে গলফ কোর্সে স্ত্রী উম্মে আহমেদ শিশির কন্যা আলাইনা আহমেদ অব্রির সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন তিনি।Banglanews
সিপিএলে জ্যামাইকান তাল্লাওয়াহর হয়ে শিরোপা জেতার পরে ইংল্যান্ড দল বাংলাদেশে আসার আগ পর্যন্ত খেলা নেই সাকিবের। আর ছুটির সেই সুযোগে কন্যা ও স্ত্রীকে নিয়ে মালদ্বীপে ঘুরতে গেছেন সাকিব। Bangladesh news
সেখানের একটি গলফ কোর্সে স্ত্রী ও কন্যার সঙ্গে তোলা চমৎকার একটি সেলফি ফেসবুকে শেয়ার করেছেন সাকিব। ছবিতে হাস্যমুখী সাকিবের বামদিকে তার স্ত্রী ও কন্যা বসে আছে। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে সাকিব লিখেন, #ছুটি #ভালোবাসা #পরিবার #মালদ্বীপ।Sports news