টপিকঃ মোবাইলে মেমরি কার্ড শো করছে না
গতকাল আমার মোবাইল থেকে মেমরি কার্ডটি খুলে মানি ব্যাগে রেখে দেই।আজ কে মোবাইল কিনার পর যখন মোবাইলে মেমরি কার্ড প্রবেশ করাই তখন দেখি মেমরি কার্ড শো করছে না।মনে করলাম মোবাইলে হয়ত বা সমস্যা হচ্ছে।পরে আরেকটা মোবাইলের মেমরি কার্ড ঢুকিয়ে দেখলাম কাজ করছে।পরে ঐ মেমরি কার্ডটা যখন আবার আমার মোবাইলে প্রবেশ করালাম দেখি মেমরি কার্ড শো করে না।
কার্ড রিডার দিয়ে পিসিতে প্রবেশ করে দেখলাম শুধু ড্রাইভ টা দেখাচ্ছে।ড্রাইভ দেখানোর সাথে সাথে ফরমেট চায়।ফরমেট দিলে কিছুক্ষণ পর বলে "ড্রাইভ নট ফাউন্ড" দেখায়।
এই সমস্যা সমাধানের জন্য সাহায্য চাইছি।