টপিকঃ "" ইস্টিশন ব্লগ বন্ধ কেন?""
প্রজন্মের মুখে তালা দিয়ে কোনকালে কোন ফ্যাসিস্ট ঠিকে থাকতে পারে নি! সমালোচনার উর্দ্ধে কেউই নন,এই বিশ্বাসটি অন্তত সকল গণতান্ত্রিক কায়দার সরকারকে মানা চাই!ন্যাশনাল ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে বলুন অথবা জাতির বৃহৎ কল্যাণের স্বার্থে,জাতিকে আধুনিক সংস্কারমুক্ত মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত মডার্ন প্রোগ্রেসিভ জাতিতে পরিণত করার বৃহৎ লক্ষে যে বা যারা সোশ্যাল মিডিয়াসহ অনলাইনে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত তাদেরকে সাধুবাদ জানানো, প্রেরণা দেয়া,তাদের ভেতর দেশাত্মবোধ জাগ্রত করা দেশের নীতিনির্ধারকদের দায়িত্ব। অথচ এই প্রগতিবাদী,সমাজসচেতন,মৌলবাদ বিরোধী তরুণদের ইস্পাতদৃঢ় মনোবল ঠেকাতে খোদ সরকারই উঠেপরে লেগেছে! যেখানে (সরকারের প্রত্যক্ষ মদদে হোক বা অজান্তেই হোক) দেশে একের পর এক সাম্প্রদায়িক,উগ্রবাদীদের দৌরাত্ন ধর্মীয় উস্কানিদাতাদের প্রভাব প্রতিপত্তি বুলেট বেগে বাড়ছে দিনদিন সেখানে এধরণের একটি ব্লগ নিষিদ্ধ করার কোন শুভ কারণ থাকতে পারে বলে আমি মনে করি না।একের পর এক ব্লগার,সন্ন্যাসী ,পুরোহিত,ইমার,মুয়াজ্জিন সহ নিরীহ জনগন হত্যা ঠেকাতে সরকার যখন হিমশিম খাচ্ছে ঠিক এমন সময়ে এরকম একটি মুক্তধারার ব্লগ নিষিদ্ধ ঘোষনা সত্যিই গভীর উদ্বেগের! এসব উগ্রপন্থীরা যে সরকারের ভেতর কিছু কুচক্রী মহলের প্রত্যক্ষ মদদেই গড়ে উঠছে তা আর বলার অপেক্ষা রাখে না।
যেখানে চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা নেই সেখানে আর যাই থাকুক গণতন্ত্র নেই! এইকথা বললাম কারণ বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা গণতন্ত্রের মানসকন্যা বলে খ্যাত অথচ তার সরকারের আমলে মানুষের মুক্তচিন্তার অধিকার যেভাবে মাটিচাপা দেয়ার অপচেস্টা চলছে তা মানুষের মনে গভীর সংশয়ের জন্ম দিচ্ছে! আমার দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধুর শাসনতন্ত্রের অবিকৃত আদর্শভিত্তিক শাসনব্যবস্থা যদি আজ অবধি থাকত তাইলে দেশে আজ প্রগতিবাদী মুক্তিযোদ্ধের আদর্শে বলিয়ান মুক্তচিন্তার তরুণদের হতাশার কোন কারণ থাকত না!!!
একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে সকল মানুষের চিন্তাধারা, কাজ কর্মের ধরন এক হতে পারে না,প্রত্যেক এর স্বতন্ত্র জীবনবোধ রীতিনীতি রয়েছে।ফলে এক মানুষের কথার সাথে চিন্তার সাথে অপরের মিল থাকার কোন প্রশ্নই উঠে না! আধুনিক মডার্ন কালচারড মানুষ হলে আমরা ঠিকই অন্যের মতামতকে সমগুরুত্ব দিতাম।বিতর্ক হত,আলোচনা হত তবে সুষ্ঠ ধারায় সকলের মতামতকে সমান গুরুত্ব দিয়ে..আমাদের গণতান্ত্রিক চর্চা এতই নাজুক-নড়বড়ে হয়েছে যে আমরা ভিন্ন ধারার কোন সমালোচককে মেনে নেওয়া তো দূরের কথা তার কথা বলার স্বাধীনতা টুকু দিতে রাজী নই!!
শেষমেষ একটি কথা না বললে অন্তর্তুষ্টি হচ্ছে না বলে কথাটা বলেই ফেললাম-- বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা বোধহয় " বরের ঘরের পিসি ও কনের ঘরের মাসি" উভয় ভূমিকায় খেলতে মাঠে নেমেছেন! একটি কথা মনে রাখবেন বাঘে মহিষে কখনও এক ঘাটে জল খায় না ঠিক তেমনি একটি শাসনব্যবস্থায় সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক উভয় চেতনার মানুষ রেখে ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক মতবাদ প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখা গুরুতর অন্যায়!
বর্তমান প্রেক্ষিতে এরূপ একটি গণবিচ্ছিন্ন গণধিকৃত আধা বুর্জোয়া নৈতিক গঠনতন্ত্র ও ভিত্তি থেকে সরে আসা আংশিক মৌলবাদী দ্বারা নিয়ন্ত্রিত সরকারের কাছ থেকে এরূপ আচরণ অপ্রত্যাশিত নয়!
ইস্টিশন ব্লগটি বন্ধ করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।পাশাপাশি এর নেপথ্যে কে বা কারা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন....
###
Naseeh Chowdhury Bustan
bustanchy@gmail.com