Re: প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য সাজেশন চাচ্ছি
শামীম লিখেছেন:আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আছি। এখানে BBA, MBA, PMBA, EEE, ETE, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ, ELT আছে।
ভাই আপনার ভার্সিটিতে EEE এর মান, খরচ ইত্যাদি জানাবেন প্লিজ ?
আমি সিলেট পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাশ করেছি (৩.২৫)। এস.এস.সি ৪.৫৬। EEE তে বি.এস.সি করার ইচ্ছা। কিন্তু ভার্সিটি নির্বাচনে ঝামেলায় পড়েছি।
সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলে মোট ক্রেডিট রিকোয়ারমেন্ট ১৩৪ ক্রেডিট আওয়ারের বদলে ১২১ হয়ে যাবে।
আপনার রেজাল্ট অনুযায়ী আপনি ৪০% টিউশন ওয়েইভার পাবেন। এক্ষেত্রে ১০ সেমিস্টারে কমপ্লিট হলে আপনার খরচ হবে ২,৫২,৫৪০ টাকা। সেমিস্টার বেশি লাগলে (সেমিস্টারে কম কম ক্রেডিট নিলে) প্রতি সেমিস্টারে অতিরিক্ত ৫,৩০০ টাকা যোগ হবে সেমিস্টার ফী হিসেবে। খরচ এখানে বিস্তারিত আছে: http://presidency.edu.bd/page/tuition-fee-for-eee
এই সামারে ভর্তি হতে চাইলে ১৪ই-জুন লাস্ট ডেট। ওয়েবসাইটে যোগাযোগের উপায় বলা আছে। আমাদের ECE ডিপার্টমেন্ট বনানী ক্যাম্পাসে (১০, কামাল আতাতূর্ক এভিনিউ), তবে ভর্তি হতে চাইলে গুলশান ক্যাম্পাসেও ফর্মালিটিজ সারতে পারেন।
আমাদের এখানে EEE এর মান অ্যাভারেজ কিন্তু উন্নয়নকল্পে আরও অভিজ্ঞ টিচারের খোঁজ চলছে প্রতিনিয়ত। এছাড়া সবগুলো প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি আছে। তবে, পাশ করে সকলেই কম-বেশি ভাল চাকুরী পেয়েছে; দেশে এবং বিদেশে উচ্চশিক্ষার্থেও যেতে পেরেছে।