টপিকঃ ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর নতুন ফালতু নাম
আমার বিকাশে দুইটা ও ucash এ একটা একাউন্ট আছে। কিন্তু আমার ব্যক্তিগত ভাবে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং ব্যবহার না করার অন্যতম কারণ ছিল এর বিশাল নাম। কারণ দোকানে ঢুকে প্রথমে প্রশ্ন করতে হয় বিকাশ বা ucash এ টাকা আছে কিনা। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং হলে এর নাম বলতেই অতিরিক্ত ১০ সেকেন্ড ব্যয় করতে হয়। আজকে গিয়ে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নাম পরিবর্তন করেছে 'রকেট' নামে !!
কোন ব্রান্ডের নাম পরিবর্তন করতে বিশাল টাকা খরচ হয় ডাচ বাংলা ওয়ালারাও তা করছে । তাই বলে এই ফালতু নাম ??? দোকানে নিয়ে এটা বলতে কেমন শোনাবে
>> রকেট আছে নাকি ?
>>রকেটে টাকা আছে নাকি ?
>> রকেটে টাকা পাঠাবো
>> রকেটের এজেন্টের কাছে টাকা পাঠাবো
টপ ম্যানেজমেন্টের যেই লোক এই নাম পছন্দ করেছে সে নিজে দোকানে গিয়ে কখনো ক্যাশ-ইন বা আউট করে নাই। এসির হাওয়া খেতে খেতে নাম পছন্দ করেছে।