টপিকঃ Oppo F1s সেলফি এক্সপার্ট এর দাম, স্পেসিফিকেসান ও রিলিজ নিউজ
ppo F1s কে সেলফি এক্সপার্ট (Oppo F1s selife expert) হিসেবে বিবেচনা করা হয় । Oppo F1s কে সেলফি এক্সপার্ট বলা হয়, কারণ Oppo তে আছে সামনের দিকে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা ( যদিও কোন এলইডি ফ্ল্যাশ নেই )।
বাংলাদেশে অপ্প এফ১ আসছে, আর আগাস্ট এ প্রথম বাজারে আসবে । Oppo F1s এর মূল্য এখনও জানা যায়নি ভারতে এর মূল্য ১৫,৭০০ রুপি। অল্প কয়েক মাসের মধ্যে অপ্পো বাজারে এনেছে Oppo F1sআর Oppo F1s প্লাস । প্রথম Oppo F1 প্লাস বাজারে এসেছে ২০১৬ এর মার্চ মাসে।
:)Read More from http://productreviewbd.com/bn/
Oppo F1s প্লাস সেলফি এক্সপার্ট স্মার্ট ফোন ((Oppo F1s selife expert))
অপ্পো এর ক্যামেরা প্রযুক্তি অনেক বেশী উন্নত।
Oppo F1s এ আছে সামনের দিকে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা।
পিছনের দিকে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা।
এই স্মার্ট ফোনে আছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
কেন এটাকে বলা হয়(Oppo F1s selife expert) সেলফি এক্সপার্টঃ অপ্পো স্মার্ট ফোন
Oppo F1sফোনে সামনের দিকে রয়েছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা আর ১/৩ ইঞ্চি সেন্সর এবং এফ/২.০ এপেচার। পিছনের ক্যামেরা ১৩ মেগা পিক্সেল সমৃদ্ধ।
Oppo F1s স্মার্ট ফোনকে সেলফি এক্সপার্ট (Oppo F1s selife expert) বলা হয়, কারণ এতে একটি বিশেষ সফটওয়ার দেয়া হয়েছে যার নাম অপ্পোস বিউটিফাই ৪.০ (Oppo’s Beautify 4.0 feature) সেলফি এডিট করার জন্য। সেলফি পেনোরমা একসাথে ৩ টি সেলফি তুলতে পারে আরও আছে স্ক্রিন ফ্লাস। আরও রয়েছে সেলফি ক্যামেরার বিশেষ বৈশিস্ট্যের সফটওয়ার সেলফি পেনোরমা এবং ফিল্টার। অপ্পো স্মার্ট ফোন দিয়ে আপনি ১০৮০ পি ভিডিও রেকর্ডিং করতে পারবেন।
এক নজরে Oppo F1s এর বৈশিষ্ট্যঃ স্পেসিফিকেসানOppo F1sএর বৈশিষ্ট্য-(Oppo F1s selife expert)
এই ফোনটির সাথে আছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন ও উপরে ২পয়েন্ট ৫ ডি গ্লাস যা আপনাকে একটি অন্য অনুভুতি দেবে।
এই ফোনটি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমৃদ্ধ সঙ্গে ভি ৫ পয়েন্ট ১ (ললিপপ ) সফটওয়ার।
Oppo F1s ও Oppo F1s প্লাস আসলে অপ্প মোবাইলের এফ সিরিজের ফোন। কিন্তু এখানে Oppo F1s ও Oppo F1s প্লাস এর হার্ডওয়ার এর কার্যকারিতায় বিশাল পার্থক্য রয়েছে। Oppo F1s প্লাস বেশী উন্নত, উন্নততর সিপিইউ , বেশি রেম, বড় এমোলেড স্ক্রিন ও Oppo F1s প্লাস এর মূল্যও বেশী Oppo F1s এর তুলনায়।সবচেয়ে গুরুত্ব পূর্ণ হল এর সামনের ক্যামেরায় আছে ১৬ মেগা পিক্সেল ।
Oppo F1s স্মার্ট ফোনের পরিমাপ হল 154.5x76x7.38 মিমি আর ওজন ১৬০ গ্রাম। এদিকে Oppo F1s হল 1.5 গিগা হার্ডজ অক্টা কোর প্রসেসর সমৃদ্ধ। এর আছে ৩ জিবি রেম। ও ৩২ জিবি স্টোরেজ যা আপনি চাইলে ১২৮ জিবি পর্যন্ত বর্ধিত করতে পারবেন মাইক্রো এসডি এর মাধ্যমে।
যেহেতু সবাই ক্যামেরা নিয়ে অনেক বেশী সচেতন , Oppo F1s প্লাস এর আছে ১৩ মেগা পিক্সেল এর প্রধান ক্যামেরা আর সামনে ১৬ মেগা পিক্সেল এর ফ্রন্ট সুটার সেলফি তোলার জন্য। ব্যাটারি সরানো যাবে নয়া যা ৩০৭৫ এমএএইচ শক্তি সম্পন্ন । আর এর ডিসপ্লে হল বড় সম্পূর্ণ হাই ডেফিনেসান এমোলেড ডিসপ্লে ।
http://productreviewbd.com/oppo-f1s-%E0 … %E0%A6%B8/