বোরহান লিখেছেন:এত কম দামী জিনিস দিয়ে বেশি কিছু আশা না করাই ভাল।
খুব একটা কম দাম না। রেগুলার প্রাইস ৬ হাজারের কাছাকাছি। এই ডিভাইস যদি w10 সাপোর্ট করতে না পারে তবে তো আপগ্রেড পাথ ব্লক করে দিতো। (উল্লেখ্যঃ আমার হাই-এণ্ডের যেনফোন২-এ এখনো 5.1 চলছে, কিন্তু বন্ধুর একই সিরিজের লো-এণ্ডের মডেলটাতে মার্শম্যালো দিয়ে দিয়েছে মাসখানেক আগে...)
আর এই 1GB ডিভাইসে 8.1 খুব ভালোভাবেই চলতো, কোনো ধরণের ল্যাগ ছিলো না (বা থাকলেও সহ্যনীয় পর্যায়ে)। w10-এ আপগ্রেড করার পর থেকেই সব সমস্যার শুরু। ক্লিক করার পরে ল্যাগ তো আছেই... সে না হয় হলো। কিন্তু একটা ফোনে ডায়ালার কিংবা কণ্ট্যাক্টস লিস্টের মতো খুবই বেসিক ফীচারই যদি দরকারে সময় পাওয়া না যায়, তাহলে এমন ফোনের দরকার কি? দেশের বাইরে যাওয়ার পূর্বে w10-এ আপগ্রেড করে নিয়েছিলাম। বেশ কিছুক্ষণ আইডল থাকার পর ফোনে কণ্ট্যাক্টস বা ডায়ালার আইকনে ক্লিক করার পর হয় টানা কয়েক সেকেণ্ড "ওয়েটিং..." দেখায়, আর ভাগ্য আদতেই খারাপ থাকলে এ্যাপগুলো সাইলেণ্টলী ক্র্যাশ করে গিয়ে কিছুই হয় না, অগত্যা দ্বিতীয়বার আবারও ক্লিক করে অপেক্ষা করতে হয়... এরকম বেশ কয়েকবারই হয়েছে। খুব ইমার্জেন্সী প্রয়োজনের সময় এসব তাফালিং করলে মেজাজ এমন খারাপ হতো যে ফোনটাই জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা করতো
ঈদানীং দেখি আরেক কাহিনী, স্টার্টমেনু থেকে এ্যাপ আইকনগুলো গায়েব হয়ে যাচ্ছে... মোদ্দা কথাঃ w10-এ আপগ্রেড করার পর থেকে সমস্যা আর সমস্যা।
বোরহান লিখেছেন:লুমিয়া ৭৩০, ৫৪০ বা ৬৪০XL চালিয়ে দেখুন, পারফরমেন্স ভালো পাবেন।
লুমিয়া 720 অনেক দিন ব্যবহার করেছি। চমৎকার হার্ডওয়্যার ছিলো - সন্দেহ নেই।
দুই বছরে winphone-এর এ্যাপ সাপোর্টের দৃশ্যমান কোনো উন্নতি হয় নি। হোয়াটসএ্যাপ ইউজ করে মনে হচ্ছিলো যেন ২০ বছর আগের কমাণ্ডপ্রম্পট ক্লায়েণ্টে মেসেজ টাইপ করছি। win10-এ লকস্কৃণ বা প্যাটার্ণ/পাসওয়ার্ড লক খুঁজে পেলাম না একাধিকবার চেষ্টা করেও... (সম্ভবতঃ আউটলুক এ্যাকাউণ্ট লিংক করলে পিনকোড এ্যাক্টিভেট হবে - তবে সাধারণ বেসিক সিকিউরিটির জন্য এসবের অর্থ বুঝলাম না)
লুমিয়া 430-র একমাত্র saving grace হলো এর ব্যাটারী লাইফ এক দিনের বেশি পাওয়া যায়...
ওভারহীটিংয়ের কারণে আমার zenfone-টার মাইক্রোফোনে ডিস্টার্ব দেখা দিয়েছিলো, ২য় একটা ফীচারফোন কিনতে চেয়েছিলাম - তখনই দারাজে ৫৫% ডিসকাউণ্ট দেখে 430 কিনে ফেলেছিলাম। তবে এটাই শেষ। হেভী ডিসকাউণ্ট পেলেও আর winphone কিনবো না। 
Calm... like a bomb.