টপিকঃ কারাগারের জায়গায় হবে জাদুঘর-পার্ক

রাজধানীর নাজিম উদ্দিন রোডে অবস্থিত সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের জায়গায় পূর্ব নির্ধারিত জাদুঘর, বিনোদন কেন্দ্র বা পার্ক, শপিং মল, কনফারেন্স রুম নির্মাণ করা হবে। এ জমি অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না। পুরাতন জেলখানা বাংলাদেশের একটি ঐতিহ্য। এখানে বঙ্গবন্ধু বন্দি ছিলেন, সেখানে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। নাজিমউদ্দিন রোডে পুরনো কারাগারের সঙ্গে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার স্মৃতি জড়িয়ে থাকায় সেখানে পার্ক ও জাদুঘর করার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এ বিষয়গুলো বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। এই ইতিহাস সংরক্ষণে এখানে একটি জাদুঘরসহ পুরাতন ঢাকাবাসীর জন্য একটি কনফারেন্স রুম, বিপণি বিতান,পার্ক নির্মাণ হবে। পুরাতন জেলখানা জমি এসব কাজে ব্যবহার করা হবে। ফলে পুরাতন জেলখানা বিনোদন কেন্দ্রে পরিনত হবে ।

Re: কারাগারের জায়গায় হবে জাদুঘর-পার্ক

সর্বশেষ সম্পাদনা করেছেন রুপকথা (০৮-০৯-২০১৬ ১৭:২০)

Re: কারাগারের জায়গায় হবে জাদুঘর-পার্ক