টপিকঃ ঢাকাবাসীর তথ্য সংম্বলিত পুলিশের সফটওয়্যারে জননিরাপত্তায় বিশেষ ভুমিকা র
রাজধানী ঢাকার বাসিন্দাদের তথ্য সংরক্ষণের জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামে একটি সফটওয়্যার চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।সিআইএমএস সফটওয়্যারের মাধ্যমে ঢাকার বাড়িমালিক ও ভাড়াটিয়াদের ব্যক্তি পরিচিতিমূলক ডাটাবেজ (তথ্য সম্ভার) গড়ে তোলা হবে। যার মাধ্যমে ভাড়াটিয়াদের গতিবিধি পর্যবেক্ষণ করবে পুলিশ।ইতোমধ্যে ১৮ লাখ তথ্য ফরমের মাধ্যমে ঢাকা মহানগরীর ১ কোটি বাসিন্দার তথ্য সংগ্রহ করা হয়েছে। পর্যায়ক্রমে এ সব তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হবে।প্রত্যেক ভাড়াটিয়ার জন্য পৃথক নিবন্ধন নম্বর দেয়া হবে। কোনও ভাড়াটিয়া স্থান পরিবর্তন করলে তার তথ্য ওই নম্বরে নিয়মিত হালনাগাদ করা হবে।ডাটাবেজে ডিএমপি হেডকোয়ার্টার ও সংশ্লিষ্ট থানার শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রবেশের অনুমতি থাকবে।কোনও অপরাধী অপরাধ করে আর পার পাবে না। অপরাধী শনাক্ত, অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে এটা খুবই কার্যকর হবে। ডাটাবেজের সুফল বাস্তবায়িত হলে নিরাপদ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।সিআইএমএসের ফলে যে কোনও অপরাধ সংগঠিত হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, কোনও নাগরিক সহায়তা চাইলে পুলিশ দ্রুত তার কাছে পৌঁছতে পারবে। দ্রুততম সময়ে পুলিশ নাগরিকের নিরাপত্তা বিধান ও অপরাধী শনাক্তে অনেক কার্যকর হবে।