টপিকঃ ত্রিকোনমিতির ব্যাপারে সাহায্য চাই
ধরি, ৩০ ফুট উচ্চতার একটা পিলারের গোঁড়া থেকে ১০ ফুট ভূমির দূরত্বে আমি দাড়িয়ে আছি। এখন, পিলারের ৩০ ফুট উচ্চতার মাথা থেকে আমি যেখানে দাড়িয়ে আছি, সেই পর্যন্ত একটা কেবল (তার) টানা হলে, কেবলের (তারের) দৈর্ঘ্য কত ফুট হবে।