টপিকঃ কিভাবে ল্যাপটপকে ওয়াইফাই হটস্পট হিসেবে সেট করবো
আমি আমার ল্যাপটপে টেলিটকের মডেম ইউজ করে ইন্টারনেট চালাই। আমার মোবাইল বা ট্যাবে ইন্টারনেট চালানোর জন্য ল্যাপটপকে ওয়াইফাই হটস্পট হিসেবে সেট করতে নেট ঘেটে অনেক চেষ্টা চালালাম। কিনতু কিছুতেই পারলাম না ল্যাপটপকে ওয়াইফাই হটস্পট হিসেবে সেট করতে। কেউ কি এ ব্যাপারে সাহায্য করতে পারেন..যদিও ল্যাপটপের নেট খুজে পায় মোবাইল ডিভাইসগুলো কিনতু নেট কাজ করে না। আমার ল্যাপটপে উইন্ডোজ 8 চালাই আর ল্যাপটপ প্রোবুক 450 G1...