টপিকঃ পয়লা এটা কোন শব্দ

টাকডুম টাকডুম ঢোলক বাজে
ছেলে বুড়ো সবাই নাচে,
রমনা পার্কে মেলা বসে
পয়লা বৈশাখ যখন আসে।..............




ইশতিয়াক ভাইয়ের টাইটেলটা দেখলাম.. এখনে পয়লা কোন অর্থে ব্যবহৃত হয়েছে?? বলবেন একটু??

Re: পয়লা এটা কোন শব্দ

প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

Re: পয়লা এটা কোন শব্দ

ইংরেজিতে যেমন প্রথম কে first, 1st বলা এবং লেখা হয়.... তেমনি বাংলায় বিশেষত: তারিখ বলার সময়

প্রথমকে পহেলা, পয়লা, ১লা বলা এবং লেখা হয়।
দ্বিতীয়কে দোসরা, ২রা
তৃতীয়কে তেসরা, ৩রা
চতুর্থকে চৌঠা, ৪ঠা
পঞ্চমকে পাঁচই, ৫ই..... ইত্যাদি, এভাবে লেখা হয়।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: পয়লা এটা কোন শব্দ

:coolধন্যবাদ