টপিকঃ ফটো-এডিটিং আড্ডা, ফটো-এডিট করে পোস্টানোর টপিক
আসুন এখানে আমাদের এডিট করা ফটো শেয়ার করি।
পোস্ট করার সময় কিছু ব্যাপার খেয়াল করতে পারি (ঐচ্ছিক)--
- এডিটেড ছবির সাথে আসল ছবি দেয়া
- ব্যবহৃত সফটওয়্যার, প্লাগিন, ভার্সন ইত্যাদি তথ্য
- ছবি সংক্রান্ত তথ্য
শুরু করলাম।
মূল ছবি সহই দেয়া আছে।
এডিটিং সফটওয়্যার = গিম্প (GIMP)। মূলত: কালার লেয়ার, কালো মাস্কিং এবং ওভারলে মোড ব্যবহার করা হয়েছে।
ছবিটা আমার শ্বাশুড়ি-আম্মাদের ভাইবোনদের (সবচেয়ে বড় দুই ভাই-বোন মিসিং), মাঝের উনি তাঁদের নানী (বুড়াম্মা)। ছবিটা সম্ভবত আমার জন্মের আগের বা সমসাময়িক সময়ের। বুড়াম্মা বাদে ছবির প্রত্যেকেই স্ব-স্ব কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। স্ক্যান করা ছবিটা এই ছবির সবচেয়ে ছোট সদস্য (ড. শামীম আহমেদ) ফেসবুকে দিয়েছিলেন। আমি একটু কারিগরী করলাম।