টপিকঃ হাতুড়ে গিটারিস্টদের জন্যে
যারা আমার মতন হালকার উপর ঝাপসা গিটার বাজাইতে পারেন, তারা প্রায়ই সমস্যায় পড়েন বিভিন্ন গানের কর্ড এবং নোট নিয়ে। আমিও একই সমস্যায় ভুগতাম এবং মেলা কষ্ট করে বিভিন্ন গানের রিদম ও কর্ড আবিষ্কার করতাম। বেশির ভাগ সময় ব্যাপারটা সোজা ভাষায় ট্রায়াল এন্ড এরর মেথড। তো কয়েকদিন আগে অতি উৎসাহী হয়ে গিটার কিনে ফেললাম একটা। এবং দেখি যে, বেশিরভাগ জিনিস ভুলে গিয়েছি। অবশ্য দশ বছর পরে গিটারে হাত দিলে জানা জিনিসও ভুলে যাবার কথা। তারপরে বিভিন্ন গানের লিরিক্স এবং কর্ড খুঁজতে থাকলাম এবং বাজাতে লাগলাম। একই গান বিভিন্ন কর্ডে এবং স্কেলে বাজানো যায়। তাই একেক সাইট একেকরকম কর্ড-নোট দিয়ে রাখে। তো এইভাবে খুঁজতে খুঁজতে একটা সাইট পেয়ে গেলাম। বেশ মজা পেলাম সাইটটা দেখে। কারণ সাইটটাতে ইউটিউবে থাকা যে কোন গান ওদের প্লেয়ারে বাজিয়ে দেয়া যায় এবং সাথে সাথে সেই গানের কর্ড নিচে টেলিপ্লে হয়। শুধু তাই না, ডান পাশে প্রতিটা কর্ড কোন স্কেলে ধরে বাজানো হচ্ছে সেটাও দেখায়। বেশ মজা পেলাম সাইটটা দেখে। আমার মতন হাতুড়ে গিটারিস্টদের জন্যে সাইটটা বেশ উপকারী। তো আর কথা না বাড়িয়ে চলে যান, রিফস্টেশনে আর গিটার বাজিয়ে বাড়ি মাথায় তুলুন
বোনাসঃ কিছু গান বাজিয়ে এবং গেয়ে বাড়ি মাথায় তোলার পরে, ইউটিউবও মাথায় তোলার চেষ্টা