অনেক অনিচ্ছা সত্ত্বেও অত্যন্ত দুক্ষের সাথে এই বইয়ের নেগেটিভ ফিডব্যাক দেয়ার জন্য দুক্ষিত। আমি কখনো কারো খারাপ চাই না। তাই যে কোন কাজের মিথ্যা ফলাফল দেই না। যা সঠিক তা তুলে ধরতে পিছপা হই না। যেন সেই মানুষ তার নিজেকে শুধরাতে পারে। উল্লেখ্য যে, লেখকের সাথে আমার বা আমার কোন পুর্বপুরুষের কোনরুপ বিবাদ নাই।
==============================================
লেখক শেষ পর্যন্ত পাঠককে ঠকালেন - লারাভেল হায়ারারকি অনুবাদ করলেন ,লারাভেল প্রোগ্রামিং এর হাতে খড়িও দিলেন না

-------------------------------------------------------
আজকের দিনটা আমার জন্য অত্যন্ত দুঃক্ষের এই জন্য যে,
গত ৩০ দিনে ৩০০ ঘন্টা php অনুশীলনের পর যখন লারাভেল শিখার জন্য বইটি হাতে নিলাম। আমি অবাক হয়ে বাকরুদ্ধ হয়ে পড়লাম যে লেখক বইটিতে কিছুই দেন নি। কষ্ট বেশী লাগে এই জন্য যে, বইটি আমাকে যিনি কিনে দিয়েছেন , তার টাকাগুলা নষ্ট হল :'(
Laravel এর উপর নুরুজ্জামান মিলন - এর যে বইটা কিনা হল তাতে শুধুমাত্র লারাভেল এর ডায়াগ্রাম টা ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। একে Laravel hierarchy এর অনুবাদ বই বলা চলে।
এই বইটি তাদের জন্য যারা ইংরেজীতে লারাভেল এর ডকুমেন্টারী বা ফাইল হায়ারারকি পড়ে অর্থ বুঝবে না , তাদের জন্য এটা ডকুমেন্টারী অনুবাদের কাজ করবে। এছাড়া এটি লারাভেল প্রশিক্ষনের হাতেখড়িও দিতে পারবে না।
আমি বলব লেখক এখানে পাঠককে ঠকিয়েছেন।
-------------------------------------------------------
তিনি এই বইটিতে কোন ধরনের প্রোগ্রাম বা সাইট ত দুরের কথা , লারাভেল ইন্সটল বা বেসিক কোন কিছু তৈরী করে বেসিক ধারনা দেয়া --- এই জাতীয় কিছুই করেন নি।
সাধারনত এই ধরনের বইয়ে ছোট ছোট প্রোগ্রাম করার মাধ্যমে শিখানো হয় এবং সব শেষে বড় এক বা একাধিক প্রজেক্ট সম্পন্ন করে পুর্ণতা দেয়া হয়। #পিএইচপি #ফ্রেমওয়ার্ক নামে মিজানুর রহমানের একটি বই আছে সেটাতে উনি ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে পিএইচপি কোডইগনাইটার ফ্রেমওয়ার্ক শিখানোর চেষ্টা করেছেন। এবং তা খুবই সুন্দর। বাংলা এবং সকল বিদেশী বই অনুরুপ ভাবেই লিখা হয়।
সেইখানে এই লেখক, পাঠকের সাথে চিট করেছেন। এবং আমি এই বইটি কিনে ঠকেছি।
লারাভেল এর সাইটে ও নেট থেকে লারাভেল সম্পর্কে বর্ননা সরুপ যা পাওয়া যায়। তিনি সেগুলো অনুবাদ করে লারাভেল এর কিছু বর্ননা তুলে ধরেছেন কোনরুপ প্রোগ্রাম বা প্রজেক্ট তৈরি করে দেখান নি বা চেষ্টাও করেন নি।
বইটি #rokomari.com থেকে কিনা হয়েছে বলে ঘেটে দেখে কিনতে পারিনি। আমার আশা ছিল গতানুগতিক প্রোগ্রামিং এর বই গুলর মতই হবে। অথচ তা নয়। উপরন্তু ১৭৩ পৃষ্ঠার এই বইয়ের দাম ৩৫০ টাকা । যেখানে ৫০০পৃষ্ঠার অন্যান্য একই ধরনের বয়ের দাম ৩৭০ টাকা।
সবচেয়ে মজার ব্যাপার হল বইয়ের শুরুতে লেখক বইয়ের ব্যাপারে যে ভুমিকা দিয়েছেন। তাতে মনে হয়েছে তিনিই বাংলা ভাষায় প্রথম লারাভেল প্রোগামিং এর বই লিখেছেন এখন দেখি সেই ভুমিকা এই বইয়ে বেমানান। রকমারি.কম সেই ভুমিকাই তুলে দিয়েছে ক্রেতা আকৃষ্ট করার জন্য।
আর রকমারিতে যারা বই সম্পর্কে কমেন্ট করেছেন তারা অবশ্যই পেইড-কমেন্ট করেছেন অথবা বইটি না পড়েই কমেন্ট করেছেন।