টপিকঃ বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (১৭-০৬-২০১৫ ০৯:১০)

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

শুভকামনা রইল আপনার জন্য smile

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

কয়েকদিন আগে দেখলাম। আপাতত এই মাসে গরীব অবস্থা। সামনের মাসে দেখি কিনে নিয়ে আসবো নি।
বইয়ের ডিজিটাল কপি বের হবে না ? at least, কিন্ডেল ফরম্যাট ? worried

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

মনে হয় ডিজিটাল কপি বের হবে না। হলেও দেরি হবে। এটা প্রকাশকের উপর নির্ভর করছে। আমি সুপারিশ করে দেখতে পারি।

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

ফেসবুকে আপনার বইয়ের প্রচারণা দেখেছি। বই বিক্রি সফলতা অর্জন করুক। তার চেয়েও বেশি সফল হোন তাঁরা, যারা বইটি কিনে কিছু শিখবেন এবং তা ব্যবহারিক কাজে লাগাবেন।

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

অনেক অনিচ্ছা সত্ত্বেও অত্যন্ত দুক্ষের সাথে এই বইয়ের নেগেটিভ ফিডব্যাক দেয়ার জন্য দুক্ষিত। আমি কখনো কারো খারাপ চাই না। তাই যে কোন কাজের মিথ্যা ফলাফল দেই না। যা সঠিক তা তুলে ধরতে পিছপা হই না। যেন সেই মানুষ তার নিজেকে শুধরাতে পারে। উল্লেখ্য যে,  লেখকের সাথে আমার বা আমার কোন পুর্বপুরুষের কোনরুপ বিবাদ নাই।
==============================================
লেখক শেষ পর্যন্ত পাঠককে ঠকালেন -  লারাভেল হায়ারারকি অনুবাদ করলেন ,লারাভেল প্রোগ্রামিং এর হাতে খড়িও দিলেন না  sad surprised tongue
-------------------------------------------------------
আজকের দিনটা আমার জন্য অত্যন্ত দুঃক্ষের এই জন্য যে,
গত ৩০ দিনে ৩০০ ঘন্টা php অনুশীলনের পর যখন লারাভেল শিখার জন্য বইটি হাতে নিলাম। আমি অবাক হয়ে বাকরুদ্ধ হয়ে পড়লাম যে লেখক বইটিতে কিছুই দেন নি। কষ্ট বেশী লাগে এই জন্য যে, বইটি আমাকে যিনি কিনে দিয়েছেন , তার টাকাগুলা নষ্ট হল :'(

Laravel এর উপর নুরুজ্জামান মিলন - এর যে বইটা কিনা হল তাতে শুধুমাত্র লারাভেল এর ডায়াগ্রাম টা ইংরেজী থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে। একে Laravel hierarchy এর অনুবাদ বই বলা চলে।

এই বইটি তাদের জন্য যারা ইংরেজীতে লারাভেল এর ডকুমেন্টারী বা ফাইল হায়ারারকি পড়ে অর্থ বুঝবে না , তাদের জন্য এটা ডকুমেন্টারী অনুবাদের কাজ করবে। এছাড়া এটি লারাভেল প্রশিক্ষনের হাতেখড়িও দিতে পারবে না।

আমি বলব লেখক এখানে পাঠককে ঠকিয়েছেন।
-------------------------------------------------------
তিনি এই বইটিতে কোন ধরনের প্রোগ্রাম বা সাইট ত দুরের কথা , লারাভেল ইন্সটল বা  বেসিক কোন কিছু তৈরী করে বেসিক ধারনা দেয়া --- এই জাতীয় কিছুই করেন নি।
সাধারনত এই ধরনের বইয়ে ছোট ছোট প্রোগ্রাম করার মাধ্যমে শিখানো হয় এবং সব শেষে বড় এক বা একাধিক প্রজেক্ট সম্পন্ন করে পুর্ণতা দেয়া হয়। #পিএইচপি #ফ্রেমওয়ার্ক নামে মিজানুর রহমানের একটি বই আছে সেটাতে উনি ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে পিএইচপি কোডইগনাইটার ফ্রেমওয়ার্ক শিখানোর চেষ্টা করেছেন। এবং তা খুবই সুন্দর। বাংলা এবং সকল বিদেশী বই অনুরুপ ভাবেই লিখা হয়।
সেইখানে এই লেখক, পাঠকের সাথে চিট করেছেন। এবং আমি এই বইটি কিনে ঠকেছি।

লারাভেল এর সাইটে ও নেট থেকে লারাভেল সম্পর্কে বর্ননা সরুপ যা পাওয়া যায়। তিনি সেগুলো অনুবাদ করে লারাভেল এর কিছু বর্ননা তুলে ধরেছেন কোনরুপ প্রোগ্রাম বা প্রজেক্ট তৈরি করে দেখান নি বা চেষ্টাও করেন নি।

বইটি #rokomari.com থেকে কিনা হয়েছে বলে ঘেটে দেখে কিনতে পারিনি। আমার আশা ছিল গতানুগতিক প্রোগ্রামিং এর বই গুলর মতই হবে। অথচ তা নয়। উপরন্তু ১৭৩ পৃষ্ঠার এই বইয়ের দাম ৩৫০ টাকা । যেখানে ৫০০পৃষ্ঠার অন্যান্য একই ধরনের বয়ের দাম ৩৭০ টাকা।

সবচেয়ে মজার ব্যাপার হল বইয়ের শুরুতে লেখক বইয়ের ব্যাপারে যে ভুমিকা দিয়েছেন। তাতে মনে হয়েছে তিনিই বাংলা ভাষায় প্রথম লারাভেল প্রোগামিং এর বই লিখেছেন এখন দেখি সেই ভুমিকা এই বইয়ে বেমানান।  রকমারি.কম সেই ভুমিকাই তুলে দিয়েছে ক্রেতা আকৃষ্ট করার জন্য।
আর রকমারিতে যারা বই সম্পর্কে কমেন্ট করেছেন তারা অবশ্যই পেইড-কমেন্ট করেছেন অথবা বইটি না পড়েই কমেন্ট করেছেন।

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

ধন্যবাদ funn আপনার মূল্যবান মতামতের জন্য। এটা আমার প্রথম বই, ভুল-ত্রুটি অবশ্যই আছে। আমি পরবর্তী সংস্করণে সেগুলো শুধরানোর চেষ্টা করবো। ইতোমধ্যেই সবচেয়ে বড় যে অভিযোগ, বইটাতে কোন প্রজেক্ট নেই, সেটা দূর করা হয়েছে। দ্বিতীয় সংস্করণে পূর্ণাঙ্গ প্রজেক্ট যুক্ত করা হয়েছে, এছাড়া লারাভেলের নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে। সেটা ইতোমধ্যে প্রেসে আছে প্রিন্টিংয়ের অপেক্ষায়। আশা করি এ অভিযোগ দূর হবে। আর বইয়ের দাম কত হবে, সেটা নির্ধারন করেন প্রকাশক। এখানে লেখকের কোন হাত নেই। বইয়ের দাম বেশি, এ অভিযোগ কেন লেখককে করলেন, সেটা বুঝতে পারছি না। আর আমার জানামতে বাংলা ভাষায় লারাভেল নিয়ে বই এই একটিই আছে, আমার জানা যদি ভুল হয় আশা করি সেটা অন্য বইগুলোর তালিকা এখানে দেয়ার মাধ্যমে দূর করবেন। এতে করে আমি সহ ফোরামের অন্যান্য পাঠকদেরও ভুল ধারনা ভাঙ্গবে।
তবে একটা জিনিস বুঝতে কষ্ট হচ্ছে, শুধুমাত্র আমার বইয়ের নেগেটিভ ফিডব্যাক দেয়ার জন্যই আপনাকে কষ্ট করে একটা একাউন্ট খুলতে হয়েছে। তারমানে আমি অবশ্যই আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু। রকমারিতে আমার বইয়ের কিছু ফিডব্যাক আছে, যাদের মধ্যে থেকে কয়েকজনকে আমি চিনি। এরা আমার শুভাকাঙ্খী, তাই হয়তো আমার ভুল হওয়া স্বত্তেও পজেটিভ ফিডব্যাক দিয়েছে। বাকিদের কাউকেই আমি চিনি না। সুতরাং পেইড ফিডব্যাক একথা বলার আগে একবার অন্তত ভেবে বলা উচিৎ ছিল।

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন fuun (১৫-০৮-২০১৬ ১২:১৪)

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন আগন্তুক মিলন (১৫-০৮-২০১৬ ১৫:৪৭)

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

রকমারিতে নেগেটিভ কমেন্ট করে নাই বলে তারা আমাকেও যে জানায়নি এটা আপনাকে কে বলল? তা না হলে আমি জানলাম কি করে যে বইয়ে প্রজেক্ট যুক্ত করা দরকার? আমাকে তারা ইনবক্সে জানিয়েছেন। আপনি আমাকে ইনবক্সে জানালে আমি পার্সোনালি নিবো, এ ধারনা আপনার কেন হলো আমার জানা নেই। আমি সজ্ঞানে কারো সাথে অকারনে বাজে আচরণ করেছি বলেও মনে পরে না।
যাই হোক আপনার সমালোচনা আমি সাদরে গ্রহন করলাম। তবে বইয়ের দাম ৩৫০ টাকা খুব বেশি না। আপনি যদি প্রকাশনা জগতের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার সেটা বোঝার কথা। বইটা প্রিন্ট হয়েছে ৮০ গ্রাম অফসেটে। আর যেহেতু বইটা আপনি পড়েছেন, সেহেতু বইতে ছাপার কোয়ালিটিও নিশ্চয় আপনার চোখে পড়েছে। এই কোয়ালিটি দিতে গেলে বইয়ের দাম এমনই পড়ে। আমাদের দেশে অধিকাংশ কম্পিউটারের বই নিম্নমানের কাগজে ছাপা হয়। এ কারনে দাম কম রাখা যায়। আমরাও দ্বিতীয় সংস্করনে ৮০ গ্রাম অফসেট ব্যবহার করছি না। এ কারনে বইয়ের পৃষ্ঠা সংখ্যা অনেক বেড়ে যাওয়ার পড়েও দাম কম রাখা যাবে বলে আশা করি।
একটা কথা আপনি অনেকবার বলেছেন, বইটা লারাভেলের ডায়াগ্রাম বা হায়ারারকির অনুবাদ। আমি ধরে নিচ্ছি আপনি লারাভেলের অফিশিয়াল ডকুমেন্টেশনের কথা বলছেন, কারন একটা ডায়াগ্রাম বা হায়ারারকির অনুবাদে একটা বই হতে পারে না। আমি বইয়ের শেষে লিখেছি আমি কোন কোন বই বা টেক্সট থেকে সাহায্য নিয়েছি। এটা প্রায় দেড় বছর আগের লেখা, তখন লারাভেলের ডকুমেন্টেশনও এখনকার মত এত সমৃদ্ধ ছিল না। এমনকি হেল্পার মেথড, ভিউ কম্পোজার বা লারাভেল কালেকশনের মত চ্যাপ্টারগুলো ডকুমেন্টেশনে একেবারেই ছিল না। অথচ আমার বইয়ে এসব দেয়া আছে। আমি বইটা লিখতে অবশ্যই লারাভেলের অফিশিয়াল ডকুমেন্টেশনের সাহায্য নিয়েছি, তবে বইটা ডকুমেন্টেশনের বাংলা অনুবাদ এটা মানতে পারছি না।
আপনি কষ্ট করে বইয়ের এত বড় একটা রিভিউ লিখেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তবে সৌজন্য সংখ্যা দিতে পারবো কিনা জানি না। আমার প্রকাশক প্রথম সংস্করনের সময় আমাকে মাত্র ১ কপি সৌজন্য সংখ্যা দিয়েছিলেন। আর আপনি এখনো আপনার নাম পরিচয় দেন নি। তবে আপনি যদি নাম পরিচয় প্রকাশ করেন, আমি আমার নিজের কপি হলেও আপনাকে দিতে চেষ্টা করবো। ভালো থাকবেন।

১২

Re: বাংলায় লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে নতুন বই

আগন্তুক মিলন ভাই, পরিপক্ক প্রতিক্রিয়ার জন্য অভিনন্দন গ্রহণ করুন। আপনার প্রতিক্রিয়া আমাকে লগইন করতে বাধ্য করল।

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"