টপিকঃ অ্যান্ড্রয়েড ফোন কিনবো -সহায়তা চাই।
একটি অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাই। বাজেট ২০-২৫K । অাভিজ্ঞদের সহায়তা কামনা করছি। এক্ষেত্রে ব্যাটারি শক্তিশালী হলে ভালো হয়।অগ্রীম ধন্যবাদ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » অ্যান্ড্রয়েড ফোন কিনবো -সহায়তা চাই।
একটি অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাই। বাজেট ২০-২৫K । অাভিজ্ঞদের সহায়তা কামনা করছি। এক্ষেত্রে ব্যাটারি শক্তিশালী হলে ভালো হয়।অগ্রীম ধন্যবাদ।
Samsung galaxy J5 2016 -
অ্যান্ড্রয়েড ফোন কিনবো -সহায়তা চাই।
সহায়তা চাই বল্লে অন্য অর্থ বুঝায় (অনেকটা এমন শুনায় , ফোন কিনতে চাচ্ছেন কিন্ত টাকা শর্ট আছে)
এখানে বলা দরকার ছিলো পরামর্শ চাই
অ্যান্ড্রয়েড ফোন কিনবো -সহায়তা চাই।
সহায়তা চাই বল্লে অন্য অর্থ বুঝায় (অনেকটা এমন শুনায় , ফোন কিনতে চাচ্ছেন কিন্ত টাকা শর্ট আছে)
এখানে বলা দরকার ছিলো পরামর্শ চাই
”বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান” পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ পৃষ্ঠা ৫৫৩ সহায়তা: সাহায্য, সাহায্যকরণ, সমর্থন।এখানে সব বাদ দিয়ে আপনি আর্থিক সাহায্য কেন বুঝলেন ঠিক বুঝে উঠতে পারলামনা। তারপর ও আপনাকে ধন্যবাদ।
LG-G4 আমার কাছে ব্যাপক লাগলো। এছাড়া Lenovo vibe p1 turbo এর ব্যাটারি রেটিং 5000mAh!! ব্যাপক ব্যাকাপ। আমার বাজেট বেশি হলে আমি প্রথমটা কিনতাম।
শাওমি এমআই৫ ফোনটা পছন্দ হয়েছে। আপনাদের অভিমত কী?
শাওমি এমআই৫ ফোনটা পছন্দ হয়েছে। আপনাদের অভিমত কী?
RAM ভালো। কিন্তু ব্যাটারি ব্যাকাপ মাত্র 3000mAH. প্রসেসরও কোয়াডকোর। এইটা দুইটা জিনিস ছাড়া সেটটা চমৎকার।
shoyeb লিখেছেন:শাওমি এমআই৫ ফোনটা পছন্দ হয়েছে। আপনাদের অভিমত কী?
RAM ভালো। কিন্তু ব্যাটারি ব্যাকাপ মাত্র 3000mAH. প্রসেসরও কোয়াডকোর। এইটা দুইটা জিনিস ছাড়া সেটটা চমৎকার।
বিষয়টা আমিও লক্ষ্য করেছি। আপনি তো রেডমি নোট থ্রি প্রো কিনেছেন। পারফরমেন্স কেমন?
তার-ছেড়া-কাউয়া লিখেছেন:RAM ভালো। কিন্তু ব্যাটারি ব্যাকাপ মাত্র 3000mAH. প্রসেসরও কোয়াডকোর। এইটা দুইটা জিনিস ছাড়া সেটটা চমৎকার।
বিষয়টা আমিও লক্ষ্য করেছি। আপনি তো রেডমি নোট থ্রি প্রো কিনেছেন। পারফরমেন্স কেমন?
বেশ ফাস্ট। অ্যাপট্যাপ ইন্সটল করা শেষ। তবে গরম হয় ভালোই। বিভিন্ন চমৎকার সিকিউরিটি ফিচার বিল্টইন রয়েছে। আমার ভালো লাগছে।
shoyeb লিখেছেন:বিষয়টা আমিও লক্ষ্য করেছি। আপনি তো রেডমি নোট থ্রি প্রো কিনেছেন। পারফরমেন্স কেমন?
বেশ ফাস্ট। অ্যাপট্যাপ ইন্সটল করা শেষ। তবে গরম হয় ভালোই। বিভিন্ন চমৎকার সিকিউরিটি ফিচার বিল্টইন রয়েছে। আমার ভালো লাগছে।
সিদ্ধান্ত নিয়ে ফেলেছি । নোট থ্রি প্রো ই কিনবো।
redmi note 3 এবং note 3 pro এর মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। আশা করি এই লিঙ্ক আপনার সহায়ক হবে।
গতকাল না পরশু খবরের কাগজে দেখলাম শাওমি রেডমি ৩এস প্রাইম নিয়ে খুব হৈচৈ। এটা নাকি ব্যাটারি সাশ্রয়ী ফোনের রাজা। যদিও আমি নন-রিমুভেবল ব্যাটারি পছন্দ করি না। আমার ব্যক্তিগত পছন্দ হুয়াওয়ে।
চার্জে দিলে ব্যাপক গরম হয়। ৫০-৬০% চার্জ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়। ফেসবুক বা হোয়াটস অ্যাপ চালালে আমার আগের স্যামসাং এস-৪ এর চাইতে অনেক কম গরম হয়। কিন্তু অডিও রেকর্ডারের মতন হালকা জিনিস চালালে আবার গরম হয়। অথচ স্যামসাং এ অডিও রেকর্ডার চালালে কোন গরমই হতো না। তবে নোট থ্রি প্রো বেশ ভালো ব্যাটারি ব্যাকাপ দেয়। আমার দুই আড়াই দিন যাচ্ছে একবার চার্জ দিলে।
shoyeb লিখেছেন:শাওমি এমআই৫ ফোনটা পছন্দ হয়েছে। আপনাদের অভিমত কী?
RAM ভালো। কিন্তু ব্যাটারি ব্যাকাপ মাত্র 3000mAH. প্রসেসরও কোয়াডকোর। এইটা দুইটা জিনিস ছাড়া সেটটা চমৎকার।
স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর হওয়ায় ৩০০০ মিলি ব্যাটারিতে ভালই চার্জ থাকার কথা। মডারেট ইউজে দিন পার হয়ে যাওয়ার কথা। মিডিয়াটেক হলে চার্জ ফুরাতো দ্রুত।
চার্জে দিলে ব্যাপক গরম হয়। ৫০-৬০% চার্জ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়। ফেসবুক বা হোয়াটস অ্যাপ চালালে আমার আগের স্যামসাং এস-৪ এর চাইতে অনেক কম গরম হয়। কিন্তু অডিও রেকর্ডারের মতন হালকা জিনিস চালালে আবার গরম হয়। অথচ স্যামসাং এ অডিও রেকর্ডার চালালে কোন গরমই হতো না। তবে নোট থ্রি প্রো বেশ ভালো ব্যাটারি ব্যাকাপ দেয়। আমার দুই আড়াই দিন যাচ্ছে একবার চার্জ দিলে।
ভাই রম ঠম আপডেটেড তো? আমি তো প্রায় ২মাস হয়ে গেল চালাচ্ছি, তেমন গরমই হয় নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ক্রোম, নোট - অনেক কাজই একসাথে করেছি।
ভাই রম ঠম আপডেটেড তো? আমি তো প্রায় ২মাস হয়ে গেল চালাচ্ছি, তেমন গরমই হয় নাই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ক্রোম, নোট - অনেক কাজই একসাথে করেছি।
এখানেই কবি ... থুক্কু শাওমি নীরব। আপডেট আসে নাই এখনও। রাসেল একখান লিঙ্ক দিয়েছে। ভয়ে ডাউনলোড করে আপডেট করছিনা।
এখানেই কবি ... থুক্কু শাওমি নীরব। আপডেট আসে নাই এখনও। রাসেল একখান লিঙ্ক দিয়েছে। ভয়ে ডাউনলোড করে আপডেট করছিনা।
এটা ৯৯% রম প্রবলেম। আরেকবার মিয়াভায়কি ডেয়ারিং দেখিয়ে রমখানাও আপডেট করে ফেলুন ।
আমি মডারেট ইউজার।
বরিশালে শাওমি নোট থ্রি প্রো চাচ্ছে উনিশ হাজার। পিকাবুতে দেখলাম পনের হাজার নয়শত। এদের সার্ভিস কেমন?
পারলে ঢাকা থেকে আনান। ১৫৫০০। গ্লাস প্রটেকশন স্ক্রিনসহ ১৫৭০০ বসুন্ধরা সিটিতে। পিকাবু যতদুর জানি ভালো।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » অ্যান্ড্রয়েড ফোন কিনবো -সহায়তা চাই।
০.০৮৫১৭৪৭৯৮৯৬৫৪৫৪ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৭৩৭২৬৯৫২৩৪৯৮ টি কোয়েরী চলেছে