টপিকঃ অ্যান্ড্রয়েড থ্রী-ওয়ে কলিং

আমার ফোনটাতে ইন্টান্যাশনাল প্লান আছে। মা এর ফোনটাতে ইন্টান্যাশনাল প্লান নেই।  দুটোতেই ডোমেস্টিক আনলিমিটেড কলিং প্লান আছে। আমি বাসায় না থাকলে, মা তার ফোন দিয়ে দেশে কল করতে পারেনা (কলিং কার্ড কম্প্লিকেডেট! সার্ভিস লাইক জিটক এক্সপেন্সিভ! হাজর সমস্যা)।

থ্রী ওয়ে কলিং ব্যাবহার করে কাজটা করা যায়, যেমন
মা আমাকে কল, দেশে অমুকের সাথে কথা বলতে চাই, আমি থ্রী ওয়ে কলিংএ অমুককে কল, আমার ফোন মিউট করে রাখা।

এই পদ্ধতিতে সমস্যা হল এই আমাকে ম্যানুয়ালী মধ্যস্থতা করতে হচ্ছে, ডায়ালিং, মিউটিং হাঙ্কি পাঙ্কি। তার পর একটু পরপর দেখতে হয় তাদের কথাবলা শেষ হল কিনা। কোন ব্যাপারটা একটা এপের মাধ্যমে অটোমেট করতে পারলে বেশ হত।

কারো কোন আইডিয়া?

Re: অ্যান্ড্রয়েড থ্রী-ওয়ে কলিং

Re: অ্যান্ড্রয়েড থ্রী-ওয়ে কলিং

use   whatscall

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (১৩-০৮-২০১৬ ০০:৩৮)

Re: অ্যান্ড্রয়েড থ্রী-ওয়ে কলিং