ছায়ামানব লিখেছেন:RUSSEL13 লিখেছেন:আমি এক মাস চালাইছি, miui এর থেকে হাজারগুণ ভালো, মোবাইল যেভাবে চাই সেভাবে চলে
জাস্ট ক্যামেরাটা ভালো না
আর যেহুতু আমি প্রচুর ছবি তুলি তাই আবার miui তে ব্যাক করছি। তবে ক্যামেরার এই এডভান্সড বিষয়গুলো নিয়ে চিন্তা না থাকলে সবাই cm ট্রাই করতে পারেন।
open camera ট্রাই করেছেন কি?
https://play.google.com/store/apps/deta … &hl=en
আমি প্রথম থেকেই ওপেন ক্যামেরা এবং আরো কিছু এডভান্সড এপ ইউজ করি ক্যামেরার
তবে শাওমির মোবাইল (বিশেষ করে রেডমি সিরিজ) ভিডিও ফ্রেমরেট লো লাইটে সমস্যা করে, কখনো কখনো ৩০ এর যায়গায় ১৫ হয়ে যায়, ইভেন আমি মিডিয়া প্রফাইল পর্যন্ত ম্যানুয়ালি এডিট করেছি রুট করে। কোনভাবেই এই সমধান হয় না সমস্যার। ওপেন ক্যামেরাতেও না। এই বাগটার কথা শাওমি সবসময় স্কিপ করে যায়, লাস্ট ২ বছর ধরে চলতেছে এইটা। আমার ৩ হাজার টাকার মোবাইলেও ফ্রেমরেট যেখানে ফিক্সড থাকে সেখানে শাওমির এত্তো দামি মোবাইলেও ভেরি করে এতো বেশি 
আমি কখনো শাওমির মোবাইল কিনব না এই বাগটার কারণে। আমি একজন সিনেমাটোগ্রাফার এবং আমার মোবাইলে আমি এই বেসিক ব্যাপারটা ঠিক না থাকলে কি করব
যদিও ৯৯% মানুষের এই ফ্রেমরেট ব্যাপারটা নিয়ে কোন মাথাব্যাথা নাই।
ও হ্যা, cm এ আমি সবসময় ওপেন ক্যামেরা আর গুগল ক্যামেরা দিয়েই ছবি তুলতাম। কিন্তু সরাসরি miui তে অনেক ফিচার চলে যা cm এ পাই না। যেমন ফাস্ট ফোকাস pdaf বা এরকম কিছু নাম। প্লাস ডিটেইলস কম আসে, ইভেন হোয়াট ব্যালান্সেও সমস্যা পাই।
█ নেই, আছে এবং নৈবচ নৈবচ . . . . .
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন