টপিকঃ Auto Download File At A Given Date
ছোট একটা স্ক্রিপ্ট বানালাম। এটা দিয়ে নির্দিষ্ট টাইমে কোন কিছু একটা URL থেকে নেমে রুট ফোল্ডারে যেয়ে সেভ হবে। এইটা প্রথমে python এ লিখেছিলাম, পরে দেখি ঐ সার্ভারে রান হয় ঠিকই, কিন্তু ফাইল ডালো হয় না। অন্যান্য সার্ভারে ঠিকই কাজ করে। পরে আবার PHP তে করলাম। ভিতরে এডিট করে ডিজায়ার্ড ডেট সেভ করে এটা ক্রনজবে ফালায় দিলেই হবে।