টপিকঃ ভুল বানানের ছড়াছড়ি
ভুল বানানের ছড়াছড়ি
নেই কোন ধরাধরি
স্কুলে শুধু বানানের জন্য কাড়াকড়ি
ব্যানার না দেখেই ছড়াছড়ি
সব কিছুতেই হুড়োহুড়ি
ভুল ব্যানারের জনপ্রিয়তা কতটুকি বাড়লো?
ভুল বানানের ছড়াছড়ি ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মানববন্ধন কর্মসূচির ব্যানার-ফেস্টুনে। ভুলে ভরা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে সোমবার রাজধানীতে পূর্ব-নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করে ক্ষমতাসী এ জোট। কর্মসূচির মূল ব্যানারেও দেখা গেছে ভুল বানান।
মানববন্ধন কর্মসূচিতে রাসেল স্কয়ারের অনুষ্ঠিত মানববন্ধনের ব্যানারে ছিল সবচেয়ে বড় ভুল বানান। ব্যানারটিতে ‘স্বাধীনতা’ শব্দটিই ভুল বানানে লেখা হয়েছে। ‘স্বাধীনতা’র স্থলে লেখা হয়েছে ‘স্বধীনতা’। এছাড়া, অন্য ব্যানারে ‘শহীদ’ শব্দটি লেখা হয়েছে ‘সহিদ’ বানানে।সংবাদটি এখানে