টপিকঃ উবুন্টু ১৬।০৪ এ অভ্র নিয়ে ঝামেলায় পড়েছি
উবুন্টু ১৬।০৪ ব্যবহার করছি। অভ্র ইন্সটল করেছিলাম এখন কাজ করছে না।
আনইন্সটল করে আবার ইন্সটল করেও একই কাণ্ড অন্যদিকে ফেসবুকে অনেক যুক্তাক্ষর ভেঙে যাচ্ছে। কি করব???
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » উবুন্টু ১৬।০৪ এ অভ্র নিয়ে ঝামেলায় পড়েছি
উবুন্টু ১৬।০৪ ব্যবহার করছি। অভ্র ইন্সটল করেছিলাম এখন কাজ করছে না।
আনইন্সটল করে আবার ইন্সটল করেও একই কাণ্ড অন্যদিকে ফেসবুকে অনেক যুক্তাক্ষর ভেঙে যাচ্ছে। কি করব???
ট্রাই উবুন্টু মোড এ আমার বাংলা সুন্দর মতই দেখা যাচ্ছিলো
আমার অবশ্য বাংলা লেখার জন্য অভ্র প্রয়োজন পড়ে না, প্রভাত দিয়েই হয়ে যায়।
তবে যুক্তাক্ষর ভাঙ্গার জন্য অন্য কারন থাকতে পারে। সিয়াম রুপালি অথবা সোলেমান লিপি ডাউনলোড করে ইন্সটল করে দেখতে পারেন, তাও যদি না হয় ব্রাউজারের কন্টেন্ট সেটিংস থেকে ফন্ট সিলেক্ট করে দেখতে পারেন।
আমিও ১৬ তে অভ্র দিতে পাই নাই। তাই আবার ১৪ তে ফিরত আসছি।
আমি অভ্র ঠিকমতই দিছি, তবে কেস হইলো আমি ফোনেটিকস এ লিখলে স্লো মুডে রেসপন্স করতেছে 16.04 এ।
ধরেন, খুব দ্রুত যখন টাইপ করি তখন লেখাগুলো একটূ পরে আসে... আবার জানালাতে সব ঠিক আছে। প্রসঙ্গত, আমি প্রভাত বা অন্য পদ্ধতিতে দেখেছি নরমাল স্পীডেই কাজ করছে। শুধু ফোনেটিকসে সমস্যা
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » উবুন্টু ১৬।০৪ এ অভ্র নিয়ে ঝামেলায় পড়েছি
০.০৩৬৯৮৪৯২০৫০১৭০৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫১.৪১২৬৩০৪৫৫২৪৩ টি কোয়েরী চলেছে