টপিকঃ ক্রিকেট বিশ্বের বিস্ময়কর মুস্তাফিজ
বাংলাদেশের জার্সি ছাড়াই ক্রিকেট আঙিনায় সুনাম কুড়াচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি এখন শুধু বাংলাদেশেই নন, পুরো ক্রিকেট বিশ্বের বিস্ময়কর বালক হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিশ্বের তাবৎ সেরা ব্যাটসম্যানরাই তার ছুড়ে দেওয়া কাটারে অসহায়। মাহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারও এক বাক্যে স্বীকার করেছেন, মুস্তাফিজ আসলেই ব্যতিক্রম।শুধু আইপিএল কেন, পুরো বিশ্বেরই সেরা বোলার এখন মুস্তাফিজ। নিষ্প্রাণ উইকেট থেকে কীভাবে ব্যাটসম্যানদের কুপোকাত করতে হয়, তা বেশ ভালোই জানে সে। তার ক্রিকেট মস্তিষ্ক দুর্দান্ত। মাত্র ২০ বছর বয়সী পেসারের জন্য এটি অসাধারণ ব্যাপার। বাংলা ছাড়া কোনও ভাষাই মুস্তাফিজ ভালো মতো বলতে পারেন না। আর সে জন্যই মুস্তাফিজের জন্য দোভাষী নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ব ক্রিকেটে এই ধরনের ব্যবস্থা একেবারেই নতুন। এটা প্রমাণ করে যেকোনো ম্যাচে মুস্তাফিজের অপরিহার্যতা। মুস্তাফিজ অপরিহার্য বলেই, তার জন্য দোভাষী নিয়োগ দেওয়া হয়েছে। মুস্তাফিজের সার্ভিস থেকে সহযোদ্ধারা যাতে বঞ্চিত না হয়, সে জন্যই এ ব্যবস্থা। বিশ্ব ক্রিকেট কোনো দিন শচীন টেন্ডুলকর, ব্রায়ান লারার মতো তারকাদের জন্যও এ ব্যবস্থা দেখেনি। অথচ মুস্তাফিজ হায়দারাবাদের জন্য এতটাই অপরিহার্য যে, তার সার্ভিস পেতে নিয়োগ দেওয়া হলো দোভাষী। যেকোনো ম্যাচে তার এই অপরিহার্যতার জন্যই বিশ্ব ক্রিকেটের বিস্ময়কর বালক এখন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।