টপিকঃ প্রকৃত উত্তর দাতার থেকে উত্তর প্রত্যাশা করছি
প্রকৃত উত্তর দাতার থেকে উত্তর প্রত্যাশা করছি
গাজিপুরে টঙ্গিতে আমার সামন্য একটি জায়গা আছে
কিনেছি গত বৎসরে
ভাবছি বেচবো
বেচার আগে শুনেছি নামজারি করতে হবে
১. গাজিপুরে ভূমি কমিশনারের অফিস কোথায়?
২. নামজারি করতে কত দিন লাগে ও খরচ কত?
৩. গন্ডা আর কাঠার মধ্যে পার্থক্য কি?