টপিকঃ টার্গেট যদি ওরাকল বেইসড সফটয়ার ডেভেলপমণ্ট হয় তাহলে শুরু করব কিভাবে ?
১। ওরাকল বেইসড সফটঅয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে শুরু করতে হবে কোথা থেকে ?
২। ওয়েব বেইসড ভার্সেস ডেস্কটপ বেইসড ?
যখন প্রোগ্রামিং এ জ্ঞান শূন্যের কৌটায়।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » প্রোগ্রামিং » টার্গেট যদি ওরাকল বেইসড সফটয়ার ডেভেলপমণ্ট হয় তাহলে শুরু করব কিভাবে ?
১। ওরাকল বেইসড সফটঅয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে শুরু করতে হবে কোথা থেকে ?
২। ওয়েব বেইসড ভার্সেস ডেস্কটপ বেইসড ?
যখন প্রোগ্রামিং এ জ্ঞান শূন্যের কৌটায়।
টার্গেট যদি মাল্টিপ্ল্যাটফর্ম হয় তবে ওরাকল জাভা, আর যদি মূলতঃ উইণ্ডোজ বেজড করতে চান তবে সি# শিখতে পারেন।
আপনার প্রশ্নে তথ্য খুবই অল্প। আরো বিস্তারিতভাবে লিখুন কি ধরণের/উদ্দেশ্যে সফটওয়্যার, কোন প্ল্যাটফর্মে তৈরী করতে চাইছেন।
আপনি ওরাকল ডেটাবেইজ এ্যাডমিনিস্ট্রেশন ও মেইনটেন্যান্স করতে পারদর্শী? SQL ও PL/SQL সম্পর্কে আইডিয়া আছে? প্রোগ্রামিং এ্যাডভান্সড স্তরের ব্যাপার। ওই লেভেলে যাবার আগে ডেটাবেইজ ম্যানিপুলেশনে বেসিক জ্ঞান থাকতে হবে।
oracle-ই বা কেনো? এটার লার্ণিং কার্ভ অত্যন্ত steep... বিগিনার লেভেলে sqlite অথবা mysql বা postgresql দিয়ে শুরু করতে পারেন। আমি postgresql রেকমেণ্ড করবো। পোস্টগ্রেস যে কোনো বিগ নেইম, কমার্শিয়াল ডেটাবেইজের সাথে সমানে পাল্লা দিতে সক্ষম।
ওরাকলে নতুন, একেবারেই নতুন। তবে sql এ নতুন নই। ডাটাবেজ সম্পর্কে বেসিক ধারনা আছে বলা যেতে পারে তবে এক্সপার্ট নই। এক্সপেরিয়েন্স হিসেবে একটা mybb ফোরাম মেইন্টেইন করছি প্রায় বছর দুই থেকে। তবে সেটাকে নিজেই তেমন বিশেষ কিছু বলতে নারাজ। একটু সাধারণ জ্ঞান থাকলেই যে কেউ পারবে।
আর অবশ্যই ক্রস প্লাট ফর্ম যে কারণে ওয়েব বেইসড এবং ওরাকল... ওরাকলে ট্রাই করে দেখি কি অবস্থা যদি না পারি তাহলে পেছনে যাবো, এই চিন্তা আপাতত।
আর সফটঅয়্যার হল লার্নিং প্রজেক্ট, একটা ইনভেণ্টরি মেনেজমেন্ট সফটঅয়ার নিয়ে ভাবছি।
নাউ হেল্প হোয়েন ওরাকল এন্ড ওয়েব
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » প্রোগ্রামিং » টার্গেট যদি ওরাকল বেইসড সফটয়ার ডেভেলপমণ্ট হয় তাহলে শুরু করব কিভাবে ?
০.০৩৭৩৮৯০৩৯৯৯৩২৮৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৬.৫৭০৬৭৪১৮২৬৬৭ টি কোয়েরী চলেছে