টপিকঃ FORUM FOR U কি এবং কিভাবে এখানে টাকা আয় করবেন ?
Forum For U একটি কমিউনিটি ফোরাম। এখানে যে কেউই তার ভালো লাগার বিষয় নিয়ে আলোচনা (পোষ্ট) করতে পারে। আর সবচেয়ে মজার বিষয় হলো এই ফোরামে পোষ্ট করে আপনি অনলাইনে টাকা উপার্জন করতে পারবেন।
বাংলাদেশে এটাই প্রথম ফোরাম যেটাতে আপনি পোষ্ট করে টাকা উপার্জন করতে পারবেন। এই ফোরামে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা পোষ্ট করা হয়ে থাকে। তবে অধিকাংশই ইংরেজীতে। আপনি যদি ভালো ইংরেজী জানেন তবে আপনি খুব সহজেই এখানে অনেক টাকা আয় করতে পারবেন। আর যদি ইংরেজী ভালো না জানেন তবুও আয় করতে পারবেন বাংলায় পোষ্ট করে।
কি পোষ্ট করবেন ?
এটা সম্পূর্ন আপনার ইচ্ছা। আপনি যা ইচ্ছা তাই পোষ্ট করতে পারেন। তবে রাজনৈতিক ও ধর্মীয় বিষয় নিয়ে কোন আলোচনা করবেন না। আপনি ফেসবুকে যেমন: জোকস, পরীক্ষার সাজেশনস, কবিতা ইত্যাদি পোষ্ট করেন ঠিক তেমনি আপনি ওগুলোই এখানেও পোষ্ট করতে পারবেন। মোট কথা ফেসবুকে যা পোষ্ট করেন এখানেও তাই পোষ্ট বা কমেন্ট করতে পারবেন। তবে কাউকে গালি দিবেন না, খারাপ কথা লিখবেন না, কাউকে কো হুমকি দিবেন না ইত্যাদি।
কত টাকা আয় করতে পারবেন্ ?
এটাও সম্পূর্ন আপনার উপর নির্ভরশীল। আপনি ইচ্ছা করলে প্রতিদিন ১০০টাকা আয় করতে পারেন। আবার ইচ্ছা করলে ১০০০টাকাও আয় করতে পারেন। তবে হ্যা আপনি প্রতি পোষ্ট বা কমেন্টে কত আয় করবেন তার নির্দিষ্ট পরিমাণ আছে। সেটা নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হল ঃ -----------
Forum For U তে একটি পয়েন্ট সিস্টাম আছে। এটাকে FFU Coin বা FFUC বলা হয়। আপনার প্রতিটি পোষ্টের জন্য আপনার এ্যাকাউন্টে এই কয়েন জমা হবে। আর আপনি এই কয়েন ভাংগিয়ে মোবাইল রিচার্জ নিতে পারবেন বা পেপালের মাধ্যমে অনলাইনে ডলার নিতে পারবেন।
আয় করার তালিকা....
১। আপনি প্রতি নতুন পোষ্টে FFUC $0.35 পাবেন
২। প্রতি কমেন্টে FFUC $0.30 পাবেন
৩। আপনি যদি অন্যকে এ্যাকাউন্ট খুলে দেন এবং সে যদি কম্পক্ষে ১০০টা পোস্ট বা কমেন্ট করে তবে আপনি FFUC $10.50 পাবেন
৪। আপনি প্রতি ১০০ ম্যাসেজে ১ পয়েন্ট পাবেন।
আর মনে রাখবেন...
• FFUC $20 = 10BDT [অর্থাৎ ২০পয়েন্টে ১০টাকা ]
• FFUC $40 = 20BDT [অর্থাৎ ৪০পয়েন্টে ২০টাকা ]
• FFUC $60 = 30BDT [অর্থাৎ ৬০পয়েন্টে ৩০টাকা ]
• FFUC $80 = 40BDT [অর্থাৎ ৮০পয়েন্টে ৪০টাকা ]
• FFUC $100 = 50BDT [অর্থাৎ ১০০পয়েন্টে ৫০টাকা ]
মনে রাখবেন, আপনি শুধু গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল এবং রবিতে মোবাইল রিচার্জ পাবেন। আপনি ইচ্ছা করলে বিকাশের মাধ্যমেও টাকা উঠাতে পারবেন।
আপনি এই লিংকে গিয়ে মোবাইল রিচার্জ কিনতে পারবেন... : http://forumforu.net/thread-2954.html
==============================================
আপনি যদি ইংরেজী ভালো না জানেন তাহলে বাংলায় পোষ্ট করতে পারেন। তবে বাংলায় পোষ্ট করার জন্য একটি নির্দিষ্ট অপশোন বা সেকশন আছে। নিচের লিংকটাতে গিয়ে আপনি আপনি বাংলায় পোষ্ট করতে পারবেন ...
http://forumforu.net/forum-98.html
==============================================
Visit my blog for more information : https://ffuptp.wordpress.com/