সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১৭-০৭-২০১৬ ১২:১৩)

টপিকঃ পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে

অফিশিয়ালি না পেলেও সিস্টেমের মাধ্যমে ডাউনলোড করে চালালাম তিনদিন আগে। আমার কেন যেন জিপিএস প্রবলেম করে নাই। প্রথম ইজি একটা পোকিমন ক্যাচ করার পর আর কিছুই পাচ্ছিলাম না। সম্ভবত এশিয়াতে লাঞ্চ না করার কারণে এমনটা দেখাচ্ছিল। তবে সত্যি বলতে আমার ধারণা জরুরী কিছু আপডেট না আসা পর্যন্ত এই গেইমটা রিস্কি...

প্রথম প্রথম সবারই উত্তেজনা জাগলেও নিয়মিত হয়তো ভালো নাও লাগতে পারে... আমার ধারণা...

Re: পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে

আমার কাছে বাচ্চাদের গেম মনে হয়েছে! ইনস্টল করে সাথে সাথেই ডিলিট করেছি। কিন্তু এটা যে এতোটা পপুলার হবে কল্পনাও করতে পারিনি। নিনটেন্ডোর স্টক বুমটা বিশাল মিস্ হয়ে গেল!  hairpull

Re: পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে

এরকম একটা জঘন্য খেলায় মানুষ যে অংশগ্রহণ করতে পারে, এ বিশ্বাসই করবার মত না! আমি নামিয়েছিলাম দুদিন আগে। ৫ মিনিট খেলে উতসাহ হারিয়ে ফেলেছি - পোলাপাইন্যা গেইম। পোকিমন গো -এর প্লেয়ারদের বলি, গেট আ লাইফ, আর**স হোলস্‌!  lol

উদাসীন'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc 3.0 এর অধীনে প্রকাশিত

Re: পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে

এখন পর্যন্ত ডাউনলোড করি নাই।
ক্ল্যাশ অফ ক্ল্যান্স শুরু করার পর অন্য গেম খেলার সময়ই পাই না।

Re: পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে

গেম না দেখেই যা মনে হচ্ছে --- আইডিয়াটা হল, কিছুদিন পর বাণিজ্যিক প্রতিষ্ঠানের (রেস্টুরেন্ট, হোটেল, ট্যূরিজম) লোকজন তাদের প্রতিষ্ঠানে বা আশেপাশে পোকেমন রাখার জন্য গেম ডেভলপারদের পয়সা দেবে। এতে দুর দুরান্ত থেকে লোকজন ওখানে আসবে - আর ওখানে আসার পর খাওয়াদাওয়া বা অন্য জৈবিক সাপোর্টের জন্য প্রতিষ্ঠানের ব্যবসা বাড়বে।

পরিবেশ প্রকৌশলী'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে

Re: পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে

শামীম ভাইয়ের ধারনা অমুলক নয়

সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (২২-০৭-২০১৬ ১৬:২৪)

Re: পোকিমন গো মোবাইল গেম বিশ্বেজুড়ে উন্মাদনা সৃষ্টি করেছে