টপিকঃ বর্ডার গার্ড বাংলাদেশে যুক্ত হল ৯৭ নারী
নারীরা এখন শুধু ছোট পরিসরে কাজ না করে কর্মসংস্থানে বিশ্বের বিভিন্ন দেশে কর্মী হিসেবেও যাচ্ছে। এ সংখ্যা দিন দিন বাড়ছে। অনেক প্রতিবন্ধকতা জয় করেই এগিয়ে চলেছে এ দেশের নারীরা। আকাশে বিমান ওড়াচ্ছে নারী। হিমালয়ের চূড়ায় উঠছে নারী; বন্দুক কাঁধে যুদ্ধেও যাচ্ছে। নারীর নিয়োগ বাড়ছে সরকারি-বেসরকারি চাকরিতে। ছোট-বড় ব্যবসায় নামছে নারী। শিক্ষায় বাড়ছে নারীর অংশগ্রহণ। সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে রপ্তানি আয়ের চাকা পর্যন্ত ঘুরাচ্ছে নারীরা। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো যোগ দিয়েছেন নারীরা। পুরুষের পাশাপাশি এবার থেকে বাংলাদেশের সীমান্ত পাহারা দেবে নারীরাও। সীমান্ত পাহারার পাশাপাশি নারী ও শিশু পাচার এবং চোরাচালান বন্ধেও নারী সদস্যরা বিশেষ ভূমিকা রাখবে। দেশের সীমান্তরক্ষী বাহিনীর ২৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সৈনিক পদে ৯৭ জন নারীকে নিয়োগ দেয়া হয়। পাসিং আউটের মাধ্যমে ওই নারীদের সেই স্বপ্নপূরনের পথ উন্মোচিত হল। কর্মক্ষেত্রে নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সম-অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্য বিজিবিতে প্রথমবারের মতো নারীদের যাত্রা শুরু হলো। এই নারী সৈনিকেরা বিজিবির কর্মকাণ্ডে একটি নতুন অধ্যায় সূচিত করবে।