টপিকঃ ফাস্ট এইড - কেটে গেলে ও পুড়ে গেলে
আমার এগুলো জানি তারপরও লিখছি-
১) কেটে গেলেঃ
২) পুড়ে গেলেঃ
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » ফাস্ট এইড - কেটে গেলে ও পুড়ে গেলে
আমার এগুলো জানি তারপরও লিখছি-
১) কেটে গেলেঃ
২) পুড়ে গেলেঃ
ভাল জিনিশ শেয়ার করেছেন আমরা এগুলো জেনে ও কাজের সম রক্ত বা খত দেখে ভুলে যাই
কাজে লাগার জিনিস শেয়ার করেছেন
কাজের শেয়ার। পুড়ে যাওয়ার ক্ষেত্রে প্রচুর জলে ভালো করে পোড়া জায়গাটি ধুয়ে নিলে ঘা তাড়াতাড়ি শুকায় এটা জানা ছিল। ধন্যবাদ।
অফটপিকঃ
কাজের শেয়ার। পুড়ে যাওয়ার ক্ষেত্রে প্রচুর জলে ভালো করে পোড়া জায়গাটি ধুয়ে নিলে ঘা তাড়াতাড়ি শুকায় এটা জানা ছিল। ধন্যবাদ।
জল নয় পানি।
আমরা এপাড় বাংলার মানুষেরা হিন্দি শব্দ পানি বলতে অভ্যস্ত। এখানে জল কেউ বলেই না, এটা এখানে সাহিত্যিক শব্দ। উপন্যাস, কবিতা, গানে ইউজ হয়। আমরা বলি মরিচ, আপনারা বলেন লংকা। আপনারা বলেন জল, আমরা বলি পানি।
ভালো জিনিষ শেয়ার করেছেন । আগে জানা ছিল না ।
জল নয় পানি।
আমরা এপাড় বাংলার মানুষেরা হিন্দি শব্দ পানি বলতে অভ্যস্ত। এখানে জল কেউ বলেই না, এটা এখানে সাহিত্যিক শব্দ। উপন্যাস, কবিতা, গানে ইউজ হয়। আমরা বলি মরিচ, আপনারা বলেন লংকা। আপনারা বলেন জল, আমরা বলি পানি।
হিন্দী নয় জল এবং পানি দুটিই সংস্কৃতজাত।আর জল না পানি বিতর্কটা... ।কিছু শব্দে এপাড় বা ওপাড় খাটে না যেমন জলবায়ু,জলবসন্ত বা কালাপানি।
এমনকি পাকিস্তানের একটা বিখ্যাত ব্যান্ডের নাম "জল"।
জানা ছিল........... তবুও অনেক কাজের পোষ্ট
ধন্যবাদ শেয়ার করার জন্য
গুড পোস্ট! কিপ ইট আপ!
জানা ছিল........... তবুও অনেক কাজের পোষ্ট
ধন্যবাদ শেয়ার করার জন্য
ধন্যবাদ
গুড পোস্ট! কিপ ইট আপ!
ধন্যবাদ
কোন জায়গা পুড়ে গেলে হাতের কাছে মলম না থাকলে সাথে সাথে ঠাণ্ডা পানি দিতে হবে আর জেল পেস্ট থাকলে সাথে সাথে আহত জায়গায় মোটা করে পেস্টের প্রলেপ দিয়ে দিলে ফোস্কা পড়ে না! (এটা কিন্তু ফোস্কা না পড়ার জন্য) আর কোন সুবিধা এতে নাই। অনেক জ্বলবে, কিন্তু পানি তা জমবে না। শুকিয়ে গেলে আস্তে আস্তে পেস্টের প্রলেপ উঠিয়ে নিতে হবে। যাতে ব্যাথা না লাগে।
পরে বার্নল লাগিয়ে দিতে হবে। আর শুকিয়ে গেলে দাগটা চলে যাবার জন্য নিউবিয়া ক্রিম। আস্তে আস্তে দাগ চলে যাবে।
পুরানা টপিক বাট লিখতে ইচ্ছা হইল তাই লিখে দিলাম। আমার বাসায় বার্নল থেকে না আর কেউ না থাকলে এই পোড়াপুড়ি শুরু হয় আমার, কোনদিন না ঘরে আগুন না লাগায় দেই আমি!
ইনস্ট্যান্ট চিকিৎসা হিসাবে এটা খারাপ না
Thanks for this kind of threat.
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » স্বাস্থ্য » ফাস্ট এইড - কেটে গেলে ও পুড়ে গেলে
০.০৭০৫২৩৯৭৭২৭৯৬৬৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.০৬৮৯০৭৯০০২৯৭ টি কোয়েরী চলেছে