RUSSEL13 লিখেছেন:১০০ জন সাধারণ কম্পিউটার ব্যবসায়ীকে এব্যপারে জিজ্ঞেস করলে আমার ধারণা ৭০ জন এব্যপারে ওয়াকিবহাল নন বলেই জানা যাবে। আমি নিজেই জানতাম না।
তারমানে সতর্কতা তথ্যের এই প্রচার এবং প্রসার থাকলেও সে মগজে ধারণের মতো সময় কিংবা সুযোগ আমরা নিতে নারাজ ছিলাম। এটুকুই প্রমাণ করে যে ঘটনাটা হটাৎ করেই ঘটেনি।
আমি নিজে ব্যক্তিগতভাবে গত পাঁচ বছরে তেষট্টিটা আয়োজনে কথা বলেছি এই সফটওয়্যার চুরি/ডাকাতির বিষয়ে এবং দেশের বর্তমান প্রযুক্তি প্রজন্মের কমপক্ষে দশ হাজার মানুষের কানে সরাসরি সচেতনতার বিষয়ে কথাগুলো পৌঁছেছি। এই ফোরামের বিষয়টা তো আগেই জানালাম সাথে আরো কিছু ফোরাম এবং ব্লগ প্রচারনা তো ছিলোই। তারপরেও যদি বলা হয় যে কিভাবে কি জানি ......জানি না.... জানতাম না.........!!! 
তবে এটা ঠিক যে সরকারীভাবে সফটওয়্যার চুরি/ডাকাতির বিষয়ের এই প্রচারণা আরো জোরেশোরে করা যেতো এবং তাতে করে আমার ব্যক্তিগত কথাগুলোর চাইতেও বেশী কার্যকর হতো সরকারী কথাগুলো।
RUSSEL13 লিখেছেন:রিং লিখেছেন:প্রায় সাড়ে সাতশো প্রজাতির ডিস্ট্রো আছে কাজ এবং রং-চং পছন্দ ভেদে। দুইটাতেই ক্লান্ত হয়ে গেলে তো স্বাধীনতার স্বাদ আর নেয়া হবে না। 
এইটাই তো বড় কনফিউশনের যায়গা তৈরী করে দিয়েছে, ঠিক আছে, তবুও আমি আপনার পরামর্শে আরেকটু দেখবো এব্যপারে। ওয়েল, দু চারটে কম বেশি নারাচরা করি নাই তা কিন্তু নয়।
শুধু আরেকটু দেখলে তো হবে না ভাই। কচ্ছপের কামড় দিয়ে লেগে থাকতে হবে, তবেই সমাধা হবে সব দ্বন্দ্বের।
RUSSEL13 লিখেছেন:আপনি যাদের কথা বলছেন তারা এনিমেশন নিয়ে কাজ করছেন, আমি আবারো বলছি আমি এনিমেশন নিয়ে কাজ করতে চাইছি না, আমার প্রয়োজন মোশন গ্রাফিক্স এপ্লিকেশন যেটা আফটার ইফেক্টস এর বিকল্প। ব্লেন্ডার অসাধারণ জিনিশ, আমার জানালাতেও এটা সেটয়াপ করা আছে। আমি শেখার চেষ্টা করছি, তবে আমার প্রয়োজন এমন কিছু যেটার জন্য আমি আফটার ইফেক্টসকে ভুলে যেতে পারবো, যেমনটা ফটোশপের বিকল্প গিম্প, ইলাস্ট্রেটরের বিকল্প সম্ভবত ইঙ্কস্কেপ।
আমি প্রতিষ্ঠানগুলোর উদাহরন দিয়েছিলাম যেনো তোমার বুঝতে সুবিধা হয় যে ব্যক্তিগত কাজের মাত্রা আর প্রাতিষ্ঠানিক কাজের মাত্রার ক্ষেত্রটা কতটুকু পার্থক্য রাখে আর সেখানে যদি এই মুক্তপ্রযুক্তির ব্যবহার হতে পারে তবে তোমার ক্ষেত্রে কেন নয়? যাই হোক তুমি বিষয়টাকে সীমিত গন্ডিতেই আটকে নিয়েছো আবারো কেননা সনির "সনি মোশন পিকচার্স" কে সহায়তা দেয় ঐ পিক্সার ল্যাব। 
RUSSEL13 লিখেছেন:রিং লিখেছেন:আমি যখন কম্পিউটিং শুরু করেছি তখন এত্ত এত্ত ফোরাম দূরে থাক, গুগল আর উইকিপিডিয়ার জন্মও হয়নি। সেই সময়কার আমি যদি নিজের কম্পিউটিং স্বাধীনতাকে সমুন্নত রেখে মেইলিং লিস্ট আর আইআরসি থেকে সাপোর্ট/সহায়তার মাধ্যমে এগিয়ে যেতে পারি আপনারা নয় কেন? তবে কি বর্তমান একুশে প্রজন্মের ডিজিটাল/প্রযুক্তি জীবনের স্বাধীনতাবোধ শুধুমাত্র খোমাখাতায় পোক-লাইক-স্ট্যাটাসের মধ্যে আটকে গেলো?
আমি যখন ডিজাইনার হিসেবে কাজ শুরু করি তখন আমার নিজের কম্পিউটার পর্যন্ত ছিলো না, মানুষের পিসি আর সাইবার ক্যাফেতে মাঝে সাঝে গিয়ে ধারণা নেয়া শুরু করি এবং আমার কিছুদিন আগ পর্যন্ত কম্পিউটারের কনফিগারেশন ছিলো পেন্টিয়াম ফোর, ৫১২ মেগাবাইট র্যাম, ৩৭ জিবি হার্ডডিস্ক (কেনো ৩৭ হইলো ৪০ না হয়ে সেটা জানি না), ১৬ মেগাবাইট বিল্ট ইন গ্রাফিক্স। আমি এটা দিয়ে ইন্টারনেট ছাড়াই ডিজাইন এবং ভিডিও এডিটিং একাই শিখা শুরু করি। সহায়তাতে ছিলো এপ্লিকেশনের হেল্প ফাইলগুলো, আর কিচ্ছু না। আপনার বক্তব্য আমার সাথে যাচ্ছে না
প্রসংগত, পরে ইন্টারনেট কানেকশন নেই এবং আমার বর্তমান পিসি ছোট খাটো একটা এডিটিং মেশিন বৈকি।
"করিম ভালো ছাত্রই যদি হয় তবে মাঠের গরু হাম্বা হাম্বা করে কেন?" -- এমন প্রশ্নের উত্তর কি হবে?
ভাইরে! আমি বোঝাতে চাইলাম স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে যদি কম্পিউটিং করা যায় তবে বিষয়টা কি ধরনের হয়? আর যদি গতানুগতিক ধারায়ই চলা হয় তবে কি হতে পারে/হচ্ছে? আর তুমি সেখানে বুঝিয়ে দিলে যে তোমার কম্পিউটিংয়ের আজকের অবস্থান কতটা পরিশ্রমে গড়ে তোলা!!!
স্বাধীনতা আর পেশাগত জীবনের উত্থান বিষয় দুটো সংগ্রামের ইতিহাসবাচক হলেও একটা সামগ্রিক এবং সবসময়েই সবার প্রয়োজন/আবশ্যিক ও সার্বিকভাবে ভালো বুঝায়। আর পরেরটা ব্যক্তিজীবনের উপরে নির্ভর করে ভালো বা মন্দবাচক হয়। যদি স্বাধীনতাকে প্রাধান্য দেয়া হয় তবে ডাল-রুটি খেয়েও জীবনধারনে মানুষ সুখী থাকে। আবার যদি সুখ হিসেবে প্রাচুর্য্যকে মুখ্য ধরা হয় তবে স্বাধীনতাকে অনেক ক্ষেত্রে বিসর্জন দিয়েই সেটা পেতে হয়। তুমি কোনটাকে প্রাধান্য দিচ্ছো সেটাই আমি বোঝাতে চাইছিলাম।
RUSSEL13 লিখেছেন:অবশ্যই চাইবো, তবে তা আসতে আসতে যে সময়টা লাগবে ততোক্ষন আমার কাজগুলো আটকে থাকছে
আর লিনাক্সের জন্য এমন কিছু নাই তা কিন্তু না। যেমন ভিঞ্চি রিসল্ভ আমার কাজের জন্য অসম্ভব চমৎকার জিনিশ যা লিনাক্সে চালাতে গেলে টাকা দিয়ে কিনতেই হবে, ম্যাক বা উইন্ডোজে ফ্রি ভার্সন আছে
এরকম আরো কিছু আছে বৈকি
যদিও এই অফটপিক হচ্ছে তবুও শুধুমাত্র তোমার বিবেচনায় সহায়ক হবে বোধ করেই নিচের লিংকগুলো দিচ্ছি। দেখো কাজে দেয় কি না?
১। https://buttleofx.wordpress.com/
২। https://natron.inria.fr/
৩। http://sourceforge.net/projects/snowmix/
আবারো তুমি ফ্রী বলতে মাগনা বুঝলে ভাই? ফ্রিমিয়াম বা ফ্রিওয়্যার আর ফ্রী সফটওয়্যার কখনোই এক জিনিষ না।
ফ্রী বলতে মূলত উন্মুক্ত, মুক্ত, স্বাধীনতা ইত্যাদি বোঝায়। ইংরেজী Free শব্দের বাংলা অর্থ প্রায় একত্রিশটা। তবে ওগুলোর একটা মাত্র অর্থ হচ্ছে তোমার বুঝে আসা ঐ "মাগনা" তাও আবার শুধু ফ্রী তে না ফর ফ্রী (for Free) হিসেবে। তারমানে ফ্রী এর অর্থগুলোর সবগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র মাগনা বুঝে আসে তেমনটাকে্ আমরা পছন্দ করি এবং সেটা নিজের স্বাধীনতার বিনিময়ে হলেও অসুবিধার নেই তাইতো!!!
ইংরেজী Free the Birds কিংবা I am a Free Man/Woman কিংবা The Oil is cholesterol Free কিংবা You are Free to eat বলতে কতজন Free কে মাগনা অর্থে নেবে বোঝা মুশকিল!! তবে সফটওয়্যার কিংবা যে কোন জরুরী বিষয়ে কেন যে এই হেঁয়ালি "মাগনা" মগজে ঢুকে পড়ে তা সত্যিই বোঝা দায়। আর আমাদের এই ছাগলামোপনার কারনেই সৃষ্টি হয়েছে আজকেই এই সফটওয়্যার পাইরেসীর বদনামে ঢেকে যাওয়া আমাদের দেশের প্রযুক্তিজগতের কিছু অংশ এবং আমাদের দেশে এই সফটওয়্যার শিল্পটি যতটা বেড়ে উঠতে পারতো তা হয়নি।
ফ্রী সফটওয়্যারগুলো মূলত ব্যবহারকারীর স্বাধীনতাকে সম্মান করে এবং বানিজ্যিকভাবেও এগুলো ব্যবহারযোগ্য। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রী সফটওয়্যারের তুখোড় মেধাবী প্রোগ্রামাররা এগুলোকে মানবতার বৃহত্তর কল্যানার্থে বিনামূল্যেই দিয়ে থাকেন তবে সব ক্ষেত্রে নয়। আর যদি সঠিকভাবে ফ্রী সফটওয়্যারের বানিজ্যিকিকরণ করা হয় তবে ফ্রী সফটওয়্যার তৈরী করেই পেট চালানো যায়।
মহাসচিব,
এফওএসএস বাংলাদেশ। সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ। ব্যক্তিগত ব্লগঃ
রিং-দ্য ডন 'র ব্লগ