টপিকঃ বেসরকারি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার ওপরে ভ্যাট সংক্রান্ত আলোচনা
টিউশন ফি'র ওপর ভ্যাট (৪.৫%)প্রত্যাহারের দাবিতে সোমবার বেলা আড়াইটা থেকে আড়াই ঘন্টা বনানী-মহাখালী সড়ক অবরোধ করে রাখে ব্র্যাক, নর্থ সাউথসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই অবরোধের সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটেছে।
বিকাল ৫টার দিকে শিক্ষার্থীরা সরে গেলে বনানী-মহাখালী সড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
শিক্ষার্থীরা বিকাল সাড়ে ৫টার দিকে মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে একত্রিত হয়। ফলে গুলশান-১ নং থেকে মহাখালী পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিকাল সাড়ে ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " শিক্ষার্থীদের অবরোধের কারণে গুলশান-১ নং থেকে মহাখালী পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।"
দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা বনানী-মহাখালী সড়ক অবরোধ করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে আসে। তারা টিউশন ফি'র ওপর শতকরা ৪ ভাগ মুশক (ভ্যাট) আরোপের কৃর্তপক্ষের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই সড়কে ২৫/৩০টি প্রাইভেট কার ও বাসে ইট পাটকেল নিক্ষেপ করে এবং ভাংচুর চালায়। এ নিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অঘোষিত এই কর্মসূচিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বাসে চলাচলকারী যাত্রী সাধারণকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
পুলিশ ওই অবরোধ সরানোর কয়েক দফা লাঠিচার্জ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে গিয়ে অবস্থান নেয়। বিকাল সাড়ে পাঁচটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থান করছিলো।
http://www.bdnews24.com/bangla/details. … amp;hb=top
শিক্ষার্থীদের আরো কঠোর হতে হবে, নতুবা এই জুলুমের শিকার হতে হবে সকলকে । সরকার কি চাচ্ছে যে, আমরা ভারতে গিয়ে লেখা-পড়া করি ?