যদি প্রতিটি ফোল্ডারে ভেতর শর্টকার্ট ফাইল হয় তবে নিচের স্টেপ দেখুন।
প্রথমে task manager এর processes থেকে AutoIt3.exe ফাইলটি বা ফাইল গুলো End Process করুন। Supper Hidden খুলে সবকটি ড্রাইব এবং পেন ড্রাইব থেকে Skype নামের হিডেন কৃত ফোল্ডারটি Delete করুন এবং সাথে C ড্রাইভ থেকে Google নামকৃত হিডেন করা ফোল্ডারটি ও ডিলেট করুন। তারপর Startup থেকে অটো রান হওয়াটা বন্ধ করুন। বেশ কাজ শেষ, এখন Search করে ড্রাইভ থেকে শর্টকার্ট ফাইলগুলো ডিলেট করে দিন যেন সুন্দর দেখা যায়। ও ভাল কথা AutoIt3.exe ফাইলের সাঙ্গপাঙ্গরা কিন্তু system32 থাকা cmd.exe সাহায্যে রান হয়।
সকল ফাইল একটা শর্টকার্ট এর ভিতরে নেয়ে আসে আমার দেখা fofo.vbe নামক একটি ফাইল যা প্রতি বার অটো রান হয়। এই ফাইলটি নিজে নিজে রান হতে পারে না তাই system32 থাকা wscript.exe সাহায্যে রান হয় এবং process এ থাকে। তারপর ভিন্ন ভিন্ন নামে বাসা বাদে। যাই হক প্রথমে processes থেকে রিমুভ করুন, তারপর অটো রান হওয়াটা বন্ধ করুন। Supper Hidden খুলে সবকটি ড্রাইব এবং পেন ড্রাইব থেকে .vbe বা .vbs নামক ফাইল গুলো কেটি দিন।
এইগুলো করা যদি ঝামেলা মনে হয় তবে .vbe এবং .vbs ফাইলের open with চেঞ্জ করে নোটপেড বা অন্য কিছু দিযে দিন। মাথা নাই তো মাথার ব্যাথাও নাই 
কোন প্রকার সমস্যা হলে কিন্তু আমি দায়ি না তাই নিজ দায়িত্বে করুন।