টপিকঃ আমার তৈরি করা কিছু গ্রাফিক্স
১.
রাত্রে শুয়ে শুয়ে মুভি দেখতেছিলাম। হঠাৎ করে মাথায় আসলো, তাই বানিয়ে ফেললাম।
২.
এই ডাউনলোড লোগো নিয়ে আমার এক ছোট ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। সে আবার ফটোশপে মোটামোটি এক্সপার্ট। তো ও ফটোশপে এই লোগো বানাল। আমি চিন্তা করলাম ও পারলে আমি কেন পারবো না। আর এই ডাউনলোড বাটন তৈরি করার মাধ্যমেই আমার ইলাস্ট্রেটরে হাতে খড়ি।
৩.
আরেফিন রুমির একটা মিউজিক ভিডিও দেখার সময় লেজার ভিশনের এই লোগোটি চোখে পড়লো। তাই বানিয়ে ফেললাম একটা লেজার ভিশন লোগো।
৪.
আমার এক বড় ভাইয়ের দোকানের জন্য বানালাম। এইটা তার ভিজিটিং কার্ড, মেমো, আর সিল এ ব্যবহার করা হবে।
৫.
আজাইরা বানাইলাম।
৬.
ওই বড় ভাইয়ের ভিজিটিং কার্ড। কষ্টের কাজ বলতে গেলে এইটা ই প্রথম করলাম। ওনার কার্ড শেষ। তাই বানালাম।
৭.
উইন্ডোজ ৮ এর লোগোটা আমার কাছে সবসময় ই দারুণ লাগে। তাই বানাইলাম।
৮.
এইটা একান্তই আমার। অর্থাৎ এইটা আমি যদি কোনদিন কোন প্রতিষ্ঠান করতে পারি তখন সেই প্রতিষ্ঠানের লোগো হিসাবে ইউজ করবো। ২০১০ সালে প্রথম এই লোগোটার কথা চিন্তা করি। আর এই ২০১৩ এর শেষে এসে সেটা সফল হল।
৯.
এমনিতেই বানাইলাম।
সবার মতামত আশা করছি। কারণ আমার কাছে ইলাস্ট্রেটর এর ভিডিও টিউটোরিয়াল থাকা সত্ত্বেও নিজের চেষ্টায় বানালাম।