টপিকঃ Chrome 51 আপডেট জনিত সমস্যা
আজ Linux mint 17.3 এ Chrome আপডেট 51 install করার পর UI এ বেসকিছু পরিবর্তন এসেছে একটু slim ও হয়েছে যা দেখতে ভালই লাগছে, তবে একটা সমস্যা হচ্ছে মাঝে মাঝে Chrome response করছে না। Chrome আপডেট করার পর কারও কি আমার মত সমস্যা হচ্ছে?
OSX বা Windows এও কেও Chrome আপডেট 51 install করে থাকলে অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।