টপিকঃ নতুন জামাই
শুরুতেই ধন্যবাদ জানাই প্রজন্ম ফোরামকে।
আমার বাংলা ব্লগে প্রবেশে যার প্রত্যক্ষতা রয়েছে। আমি নবীন। বাংলাদেশ, বাংলা সাহিত্য আমার অহংকার। বাংলা সাহিত্যসম্ভার নিয়ে আমার গরবের সীমা নেই। আপনাদের সাথে এগিয়ে যেতে চাই বহুদুর। আপনাদের সকলের সহযোগীতা, ভালবাসা, স্নেহাশিস আমার একান্ত কাম্য। পরিশেষে, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।