টপিকঃ তৈলচিত্র
আমি পুরোপুরি গদ্য টাইপের মানুষ। পদ্যের "প"ও আমার ভিতরে নাই। সেজন্যে চিত্রকর্ম টাইপ জিনিস আমার মাথার উপর দিয়ে যায়। বিশেষ করে সেই চিত্রকর্ম যদি অ্যাবস্ট্রাক্ট জাতীয় কোন জিনিস হলে তো কথাই নেই আমার স্ত্রী চমৎকার স্কেচ করতে পারে জানতাম। কি মনে করে কয়েকদিন আগে তার পেইন্টিং করার ঝোঁক চাপলো। নিয়ে এলাম দুটো ক্যানভাস। তারপর সে যা আকলো তাতে আমি অভিভূত এবং হতবাক। ভাগ্য ভালো যে সে জানে, আমি অ্যাবস্ট্রাক্ট বুঝিনা। তাই মনেহয় সিনসিনারী টাইপ জিনিস এঁকেছিলো। আমি পেইন্টিং বোঝার দিক দিয়ে গন্ডমূর্খ মানুষ, তাই হয়তো বেশি উৎসাহী হয়ে ওর পেইন্টিং পোস্ট করার জন্যে একটা ফেসবুক পেজ খুলতে বলি। মজার ব্যাপার হচ্ছে যে, সে আমার উৎসাহে পেজ খোলার পরে এখন পর্যন্ত ১৩টা পেইন্টিং বিক্রী হয়ে গিয়েছে
প্রজন্ম ফোরামের ফোরামিকদের সাথে তাই সেই পেইন্টিংগুলো শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
বৈকালিক দৃশ্য
ঝড়ের কবলে জাহাজ
ফুল
অশান্ত সমুদ্র
টগবগ টগবগ বন্য ঘোড়ার দল
জ্বালামুখে জীবন (আমার ব্যক্তিগত পছন্দের শীর্ষে এটা)
গোধুলীতে নদী, বন আর পাহাড়
আগ্রহীরা ফেসবুক পেজটাতে ঢুঁ মারতে পারেন।